শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ১২:২৫ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেবিদ্বারে গাছ থেকে গৃহবধূ ও খালপাড় থেকে অটো চালকের লাশ উদ্ধার

শাহিদুল ইসলাম: [২] কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের জাফরাবাদ-মনিপুর পাড়ার নির্জণ বিলের পাশে খাল থেকে হারেস মিয়ার পুত্র অটো রিক্সা চালক ইউনুছ মিয়া ও ধামতী গ্রামের উত্তরপাড়া হামিদ আলী সরকারের পুত্র মোঃ নজরুল ইসলাম সরকার’র দ্বিতীয় স্ত্রী’ কুলসুমের আমগাছের ডালে গলায় ওড়না পেচানো ফাঁস লাগা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

[৩] কুলসুমের আত্মীয়া স্থানীয়রা জানান, কুলসুমকে তার স্বামী পছন্দ করত না। তাই তাদের মধ্যে প্রতিনিয়ত পারিবারিক কলহ লেগে থাকত। দির্ঘদিন পর সে বাড়িতে আসে। কুলসুমকে তার বাবার বাড়ি থেকে ডেকে এনে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে। ঝুলন্ত অবস্থায় তার শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত ও ফুলা জখমের দাগ ছিল। স্থানীয় ইউপি মেম্বার মমিনুল ইসলাম ভূঁইয়া নান্নু জানান,ঘটনার পর থেকে নজরুল নিরুদ্দেশ।

[৪] অন্যদিকে, তুলাগাও গ্রামের নিহত অটো রিক্সা চালক ইউনুছ মিয়ার স্ত্রী অহিদা আক্তার জানান, রোববার (১৬ অক্টোবর) সকালে বাজার করে দিয়ে যান। দুপুরে এসে গোসল করে খাবার খেয়ে একটু ঘুমান। ঘুম থেকে উঠে প্যান্ট-শার্ট এবং নতুন জুতা পড়ে পরিপাটি হয়ে বিকেলে বেড়িয়ে যায়। লোকজনের মধ্যমে জানতে পাড়ি বাড়ির অদুরে জাফরাবাদ- মনিপুর পাড়ার নির্জণ বিলের পাশের খালে তার মরদেহ পড়ে আছে। এর আগে তার সন্ধানে অনেক জায়গায় খোঁজখবর নিয়েছি, ফোন করেছি, তার ফোনটিও বন্ধ ছিল।

[৫] দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, সোমবার আলাদা স্থান এবং সময়ে মরদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ২টি মৃত্যুর ঘটনাই রহস্যজনক। ভিন্ন দুটি মামলা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট এবং অধীক তদন্ত ব্যাতিত কিছুই বলা যাচ্ছে না। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়