অহিদ মুকুল: [২] অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. শাহ ইমরান বলেন, হামলার সময় চৌমুহনী বিজয়া সর্বজনীন দুর্গামন্দিরের যতুন সাহা (৪২) নামের একজন হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। এছাড়া বেগমগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদারসহ ১৮ জন আহত হয়েছেন।
[৩] জেলা পূজা উদযাপন কমিটির সদস্য তপন চন্দ্র দেবনাথ বলেন, শুক্রবার (১৫ অক্টোবর) দুপুর থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত ৮টি পূজামণ্ডপে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। ইস্কন মন্দিরের প্রভু নিতাই খুব আশঙ্কাজনক অবস্থায় আছেন।
[৪] জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, জেলায় বিজিবি ও র্যাব টহল দিচ্ছে। যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে। শনিবার সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা বলবৎ থাকবে। সম্পাদনা : মুরাদ হাসান