স্বপন দেব : [২] মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ন থেকে ৪ কেজি গাঁজাসহ জহির মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
[৩] গত শুক্রবার রাত সাড়ে ১১টায় তাকে আটক করা হয়। আটককৃত জহির মিয়া কমলগঞ্জ সদর ইউনিয়নের হুমেরজান এলাকার মস্তফা মিয়ার ছেলে।
[৪] কমলগঞ্জ থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে শুক্রবার রাতে জহির মিয়ার বাড়ি থেকে ৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
[৫] কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটক জহির মিয়াকে শনিবার (৯ অক্টোবর) সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।