শিরোনাম
◈ সরকার দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ◈ ফ্ল্যাট–প্লট কিনতে ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ, কে পাবেন, কীভাবে পাবেন ◈ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ‘প্রায় চূড়ান্ত’ ◈ স্ত্রীর হাত-পা বেঁধে জামায়াত নেতাকে হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ গণভোট নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণার নির্দেশ ◈ ৪ মার্কিন মুসলিম ক্রিকেটারকে ভিসা দেয় নি ভারত ◈ বাংলাদেশের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ◈ অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে ◈ বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার ◈ শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৮:২৫ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিংসলের প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি খুশি, তাকে জাতীয় দলে ডাকার সুযোগ আছে: জেমি ডে

নিজস্ব প্রতিবেদক: [২] বাংলাদেশি এলিটা কিংসলে মাঠে নেমেই গোল পেয়েছেন। বসুন্ধরা কিংসের হয়ে প্রথম ম্যাচেই এমন সাবলীল পারফরম্যান্সের পর লাল-সবুজ জার্সি গায়ে দেওয়ার দাবিটা জোরালো করে রেখেছেন। বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডেও কিংসলের গোল প্রাপ্তির খবরে ভীষণ খুশি। এরইমধ্যে তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ৪১ বছর বয়সী কোচ। তবে এখনই ৩১ বছর বয়সী স্ট্রাইকারকে জাতীয় দলে ডাকা নিয়ে সবুজ সংকেত দিতে চাইছেন না তিনি। অপেক্ষা করতে চাইছেন প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলোর পারফরম্যান্সের ওপর।

[৩] লন্ডনে আপাতত ছুটি কাটাচ্ছেন জাতীয় দলের ইংলিশ কোচ। বিরতিতে থাকলেও নিয়মিত খোঁজ-খবর রাখছেন ঘরোয়া ফুটবলের। সেখান থেকে গণমাধ্যমকে বলেছেন, কিংসলের প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি খুশি। ও প্রথম ম্যাচেই গোল পেয়েছে। এখন কিংসলে যদি ধারাবাহিকভাবে ভালো করতে পারে, তাহলে জাতীয় দলে ডাকার সুযোগ আছে।

[৪] কিংসলের সঙ্গে যোগাযোগ করে ডে সুনির্দিষ্ট কিছু বার্তাও দিয়েছেন। কিংসলেকে ফিট থাকতে হবে, প্রতিটি ম্যাচে পারফর্মও করতে হবে। তাহলেই সুযোগ মিলতে পারে বাংলাদেশ দলে। তবে এক কিংসলের অন্তর্ভুক্তিতে দেশের ফুটবলের চেহারা বদলে যাবে না। এর জন্য সমন্বিত পরিকল্পনা দরকার বলে মনে করেন ডে, তৃণমূল থেকে ফুটবলার তৈরি করতে হবে। যা বাইরের দেশগুলো করে থাকে। তা না হলে ভালো ফুটবলার বেরিয়ে আসবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়