শিরোনাম
◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের কথা ভাবছে বাংলাদেশ: ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৮:২৫ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিংসলের প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি খুশি, তাকে জাতীয় দলে ডাকার সুযোগ আছে: জেমি ডে

নিজস্ব প্রতিবেদক: [২] বাংলাদেশি এলিটা কিংসলে মাঠে নেমেই গোল পেয়েছেন। বসুন্ধরা কিংসের হয়ে প্রথম ম্যাচেই এমন সাবলীল পারফরম্যান্সের পর লাল-সবুজ জার্সি গায়ে দেওয়ার দাবিটা জোরালো করে রেখেছেন। বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডেও কিংসলের গোল প্রাপ্তির খবরে ভীষণ খুশি। এরইমধ্যে তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ৪১ বছর বয়সী কোচ। তবে এখনই ৩১ বছর বয়সী স্ট্রাইকারকে জাতীয় দলে ডাকা নিয়ে সবুজ সংকেত দিতে চাইছেন না তিনি। অপেক্ষা করতে চাইছেন প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলোর পারফরম্যান্সের ওপর।

[৩] লন্ডনে আপাতত ছুটি কাটাচ্ছেন জাতীয় দলের ইংলিশ কোচ। বিরতিতে থাকলেও নিয়মিত খোঁজ-খবর রাখছেন ঘরোয়া ফুটবলের। সেখান থেকে গণমাধ্যমকে বলেছেন, কিংসলের প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি খুশি। ও প্রথম ম্যাচেই গোল পেয়েছে। এখন কিংসলে যদি ধারাবাহিকভাবে ভালো করতে পারে, তাহলে জাতীয় দলে ডাকার সুযোগ আছে।

[৪] কিংসলের সঙ্গে যোগাযোগ করে ডে সুনির্দিষ্ট কিছু বার্তাও দিয়েছেন। কিংসলেকে ফিট থাকতে হবে, প্রতিটি ম্যাচে পারফর্মও করতে হবে। তাহলেই সুযোগ মিলতে পারে বাংলাদেশ দলে। তবে এক কিংসলের অন্তর্ভুক্তিতে দেশের ফুটবলের চেহারা বদলে যাবে না। এর জন্য সমন্বিত পরিকল্পনা দরকার বলে মনে করেন ডে, তৃণমূল থেকে ফুটবলার তৈরি করতে হবে। যা বাইরের দেশগুলো করে থাকে। তা না হলে ভালো ফুটবলার বেরিয়ে আসবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়