শিরোনাম
◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৮:২৫ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিংসলের প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি খুশি, তাকে জাতীয় দলে ডাকার সুযোগ আছে: জেমি ডে

নিজস্ব প্রতিবেদক: [২] বাংলাদেশি এলিটা কিংসলে মাঠে নেমেই গোল পেয়েছেন। বসুন্ধরা কিংসের হয়ে প্রথম ম্যাচেই এমন সাবলীল পারফরম্যান্সের পর লাল-সবুজ জার্সি গায়ে দেওয়ার দাবিটা জোরালো করে রেখেছেন। বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডেও কিংসলের গোল প্রাপ্তির খবরে ভীষণ খুশি। এরইমধ্যে তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ৪১ বছর বয়সী কোচ। তবে এখনই ৩১ বছর বয়সী স্ট্রাইকারকে জাতীয় দলে ডাকা নিয়ে সবুজ সংকেত দিতে চাইছেন না তিনি। অপেক্ষা করতে চাইছেন প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলোর পারফরম্যান্সের ওপর।

[৩] লন্ডনে আপাতত ছুটি কাটাচ্ছেন জাতীয় দলের ইংলিশ কোচ। বিরতিতে থাকলেও নিয়মিত খোঁজ-খবর রাখছেন ঘরোয়া ফুটবলের। সেখান থেকে গণমাধ্যমকে বলেছেন, কিংসলের প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি খুশি। ও প্রথম ম্যাচেই গোল পেয়েছে। এখন কিংসলে যদি ধারাবাহিকভাবে ভালো করতে পারে, তাহলে জাতীয় দলে ডাকার সুযোগ আছে।

[৪] কিংসলের সঙ্গে যোগাযোগ করে ডে সুনির্দিষ্ট কিছু বার্তাও দিয়েছেন। কিংসলেকে ফিট থাকতে হবে, প্রতিটি ম্যাচে পারফর্মও করতে হবে। তাহলেই সুযোগ মিলতে পারে বাংলাদেশ দলে। তবে এক কিংসলের অন্তর্ভুক্তিতে দেশের ফুটবলের চেহারা বদলে যাবে না। এর জন্য সমন্বিত পরিকল্পনা দরকার বলে মনে করেন ডে, তৃণমূল থেকে ফুটবলার তৈরি করতে হবে। যা বাইরের দেশগুলো করে থাকে। তা না হলে ভালো ফুটবলার বেরিয়ে আসবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়