শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৮:২৫ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিংসলের প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি খুশি, তাকে জাতীয় দলে ডাকার সুযোগ আছে: জেমি ডে

নিজস্ব প্রতিবেদক: [২] বাংলাদেশি এলিটা কিংসলে মাঠে নেমেই গোল পেয়েছেন। বসুন্ধরা কিংসের হয়ে প্রথম ম্যাচেই এমন সাবলীল পারফরম্যান্সের পর লাল-সবুজ জার্সি গায়ে দেওয়ার দাবিটা জোরালো করে রেখেছেন। বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডেও কিংসলের গোল প্রাপ্তির খবরে ভীষণ খুশি। এরইমধ্যে তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ৪১ বছর বয়সী কোচ। তবে এখনই ৩১ বছর বয়সী স্ট্রাইকারকে জাতীয় দলে ডাকা নিয়ে সবুজ সংকেত দিতে চাইছেন না তিনি। অপেক্ষা করতে চাইছেন প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলোর পারফরম্যান্সের ওপর।

[৩] লন্ডনে আপাতত ছুটি কাটাচ্ছেন জাতীয় দলের ইংলিশ কোচ। বিরতিতে থাকলেও নিয়মিত খোঁজ-খবর রাখছেন ঘরোয়া ফুটবলের। সেখান থেকে গণমাধ্যমকে বলেছেন, কিংসলের প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি খুশি। ও প্রথম ম্যাচেই গোল পেয়েছে। এখন কিংসলে যদি ধারাবাহিকভাবে ভালো করতে পারে, তাহলে জাতীয় দলে ডাকার সুযোগ আছে।

[৪] কিংসলের সঙ্গে যোগাযোগ করে ডে সুনির্দিষ্ট কিছু বার্তাও দিয়েছেন। কিংসলেকে ফিট থাকতে হবে, প্রতিটি ম্যাচে পারফর্মও করতে হবে। তাহলেই সুযোগ মিলতে পারে বাংলাদেশ দলে। তবে এক কিংসলের অন্তর্ভুক্তিতে দেশের ফুটবলের চেহারা বদলে যাবে না। এর জন্য সমন্বিত পরিকল্পনা দরকার বলে মনে করেন ডে, তৃণমূল থেকে ফুটবলার তৈরি করতে হবে। যা বাইরের দেশগুলো করে থাকে। তা না হলে ভালো ফুটবলার বেরিয়ে আসবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়