শাহজালাল ভূঞা:[২] ফেনীর ছাগলনাইয়ায় পিকআপ- সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চার জন নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে দিকে শুভপুর বারাইপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটে।
[৩] ছাগলনাইয়া থানার অফিস অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ দাইয়ান মর্মান্তিক সড়ক দুর্ষটনায় চারজন নিহতের তথ্য নিশ্চিত করেন।নিহতের একজন ঘটনাস্থলে অপর তিনজন ফেনী জেনারেল হাসপাতালে নেয়ার পর মারা গেছেন। তাদের লাশ ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
[৪] নিহতরা হচ্ছেন চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার কাটাগাং গ্রামের এনামুল হকের ছেলে আরিফুর রহমান (২৬), ছাগলনাইয়া উপজেলার আবদুল গোফরানের স্ত্রী বিবি হাজেরা(৫৫) টাঙ্গাইল জেলার দরবেশ আলীর ছেলে নুরুল ইসলাম (৫৫) ও একজন অজ্ঞাত পুরুষ।সম্পাদনা:অনন্যা আফরিন