আসাদুজ্জামান বাবুল: [২] গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা সোমবার মধ্যে রাতে শহরের অসহায়- দরিদ্র- হতদরিদ্র- বিধবা- স্বামী পরিত্যাক্তা, এতিম- পথ শিশু- বাস শ্রমীক- ট্রাক শ্রমীক, মধ্যবিত্ত ও প্রতিবন্ধীসহ নানান শ্রেনী পেশার দুইশত মানুষের বাড়ী বাড়ী গিয়ে তাদের পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন।
[৩] গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে দেয়া খাদ্য সহায়তা পেয়ে খুশি ওই দুইশত পরিবার।। খাদ্য সহায়তা প্রদানকালে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন ছাড়াও পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী