শিরোনাম
◈ জমি রেজিস্ট্রেশনে স্বচ্ছতা আনতে নতুন নিয়ম: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর ◈ বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরলো সরকার (ভিডিও) ◈ জয় ও পলকের বিরুদ্ধে আনা তিন অভিযোগে যা আছে ◈ প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা ◈ উত্তরার সাত থানায় নতুন ওসি নিয়োগ: নির্বাচনকে সামনে রেখে বড় রদবদল ◈ লন্ডন থেকে রওনা হচ্ছেন জোবাইদা রহমান, ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে 'বিলম্ব হবে' ◈ যুক্তরাজ্যের বহু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি–পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত, ভর্তিতে বিধিনিষেধ দিয়েছে যারা ◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ১২:৩৩ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ১২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হায়দরাবাদের বিপক্ষে সুপার ওভারে দিল্লির জয়

রাহুল রাজ : [২]নায়ক হতে পারতেন কেন উইলিয়ামসন। সতীর্থদের ব্যাটিং ব্যর্থতার দিনে দারুণ এক ইনিংস খেলেন তিনি। জয়ের খুব কাছে ছিল দল। কিন্তু শেষ ওভারে জয়ের নায়ক হতে পারেননি। তবে সমতা ফেরান। তাতে এই আইপিএল প্রথম সুপার ওভারের স্বাক্ষী হলো। এই এক ওভারের লড়াইয়ে আর পেরে ওঠেনি সানরাইজার্স হায়দরাবাদ, জয় পায় দিল্লি ক্যাপিটালস।
[৩]একের পর এক ব্যাটসম্যানকে ফিরে যেতে দেখেও অবিচল ছিলেন উইলিয়ামসন। শেষ দুই ওভারে দরকার ছিল ২৮ রান। এমন পরিস্থিতিতেও মাথা ঠাণ্ডা রেখেছিলেন নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান। ১৯তম ওভারে এক উইকেটের বিনিময়ে আসে ১২ রান। শেষ ওভারে দরকার ১৬ রান।
[৪]কাগিসো রাবাদা প্রথম বল দেন ওয়াইড। পরের বলে উইলিয়ামসন মারেন চার। অন্য প্রান্তে ছিলেন আইপিএলে অভিষেক হওয়া জগদীশা সুচিথ। তার ওপর আস্থা হারাননি। বাই রান নিয়ে তাকে স্ট্রাইকে পাঠান। ছক্কা মেরে আস্থার প্রতিদান দেন সুচিথ। পরের বলে একটি বাই রান। উইলিয়ামসন পঞ্চম বলে সিঙ্গেল নেন। সুচিথ শেষ বলে প্রয়োজনীয় ২ রান নিতে না পারলেও সিঙ্গেল নিয়ে স্কোর সমান করেন। ৭ উইকেটে হায়দরাবাদ করে ১৫৯ রান। তাতে সুপার ওভারে গড়ায় ম্যাচ।
[৫]এর আগে আবেশ খানের পেস আর অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে কাবু হয়ে পড়ে হায়দরাবাদ। ৪২ বলে ফিফটি করা উইলিয়ামসন বাদে কেবল জনি বেয়ারস্টো (৩৮) ও সুচিথ (১৫*) দুই অঙ্কের ঘরে রান করেন। মাত্র ১৮ বলে ৩ চার ও ৪ ছয়ে এই রান করেন ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান। সুচিথ শেষ দিকে উইলিয়ামসনকে সমর্থন দিয়ে ম্যাচ সুপার ওভারে নেন। উইলিয়ামসন ৫১ বলে ৮ চারে ৬৬ রানে অপরাজিত ছিলেন।

[৬]দিল্লির পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন আবেশ, দুটি পান অক্ষর।
সুপার ওভারে দিল্লির বল করতে নামেন অক্ষর। হায়দরাবাদের ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও উইলিয়ামসন। দুই হার্ডহিটার ব্যাটসম্যান ৭ রানের বেশি তুলতে পারেননি। শেষ বলে দুই রান নেওয়ার সময় ওয়ার্নার তার ব্যাট লাইন পার না হওয়ায় একটি রান ধরা হয়। উইলিয়ামসনের একটি চার ছিল।
[৭]স্পিনের বদলে স্পিন আক্রমণে যায় হায়দরাবাদ। রশিদ খান বল হাতে নেন, ব্যাটিংয়ে ছিলেন ঋষভ পান্ত ও শিখর ধাওয়ান। প্রথম দুই বলে এপ্রান্ত-ওপ্রান্ত বদল করে দুটি রান নেন তারা। তৃতীয় বলে চার মেরে কাজ সহজ করে দেন পান্ত। পরের বলটি ডট দেন রশিদ। পঞ্চম বলে লেগ বাইয়ে এক রান নেন পান্ত। শেষ বলে লেগ বাই থেকে একটি রান নিয়ে জয় নিশ্চিত করেন ধাওয়ান।
[৮]এর আগে পৃথ্বী শর হাফ সেঞ্চুরিতে দিল্লি ৪ উইকেটে ১৫৯ রান করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়