মুনশি জাকির হোসেন: এক মমিনুলের অন্তরালে লক্ষ মামুনুলের চাষাবাদ; মমিনুল মিলিয়ন চরিত্রের একটি উদহারণ মাত্র। সুতরাং, ব্যক্তি মামুনুলের বিরুদ্ধে কথা বলার পাশাপাশি তাদের সমষ্টির বিরুদ্ধে বেশি সোচ্চার হওয়া জরুরি। এই সমাজ, এই জনপদ, এই সরকার, এই রাষ্ট্র কাঠামো মামুনুল তৈরির এক উর্বর ভূমি। আপনি যতোদিন না শিক্ষানীতি আধুনিক, যুগোপযোগী করছেন ততোদিন এই সমাজে মমিনুল/লালসালুর মজিদ তৈরি হতেই থাকবে।
পরিস্থিতি এতোটাই খারাপ যে, আওয়ামী লীগ/ছাত্রলীগও ড. কুদরত-ই-খোদা শিক্ষা কমিশনের পক্ষে কথা বলতে সংকোচ বোধ করে। যেখানে দেইল্যা রাজাকার সংসদেও ড. কুদরত-ই-খোদাকে গজবে খোদা বলে খিস্তি করতো। মমিনুল গংয়ের প্রতিটি নেতা, কর্মী, সমর্থকের আক্রমণের লক্ষ্যবস্তু একই। ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, সর্বত্র তাদের একই কদর্য চেহারায় আমাদের সামনে দাপিয়ে বেড়াতে থাকে। ফেসবুক থেকে