রাশিদ রিয়াজ : বয়স্ক বিবাহিত দম্পতিদের মানসিক অবক্ষয়কে শুধু দূরে রাখে না তার রহস্যই হল দুর্দান্ত যৌনতা। গবেষকরা দাবি করছেন ডিমেনেশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ বা মানসিক বৈকল্য থেকে দূরে থাকতে যৌন তৃপ্তি একধরনের টনিক হিসেবে কাজ করে। বয়স্ক হবার পরও যারা যৌনতাকে নিয়মিত চর্চার মধ্যে ধরে রাখতে পারে তারা মানসিকভাবে চাঙ্গা থাকেন বলে কোনো ধরনের বৈকল্য তাদের কাছে ঘেষতে পারে না। একদশকের বেশি সময় ধরে কেনটাকি ইউনিভার্সিটির গবেষণা এমন মিলেছে। এ গবেষণা ৫৫ থেকে ৯৫ বছর বয়সী ১৫৬ জনের যৌন জীবন নিয়ে বিশ্লেষণের পর তারা এমন তথ্য দিয়েছেন। তারা বলছেন যৌনতাকে ধরে রাখার এধরনের চর্চা তাদের অনেককে ভবিষ্যতে স্মৃতিভ্রংশ রোগ বা এধরনের জটিলতা থেকে মুক্ত থাকতে যথেষ্ট পরিমানে সাহায্য করেছে। গবেষকরা বলছেন নিয়মিত যৌনতায় থাকলে হালকা জ্ঞানীয় দুর্বলতা এমনকি ডিমেনশিয়া হওয়ার শঙ্কা থাকে খুবই কম। ক্লিনিক্যাল জেরোন্টোলজিস্ট নামের জার্নালে প্রকাশিত প্রতিবেদনটিতে বিশেষজ্ঞ অ্যালিসন স্মিথ বলেন যৌন তৃপ্তির নিয়মিত চর্চা বা মূল্যায়ন মানসিক স্বাস্থ্য বজায় রাখতে ভাল সহায়ক হতে পারে। ডেইলি মেইল