স্বপন দেব: [২] শনিবার দুপুর ১২টায় উপজেলার সদর ইউনিয়নের কালাছড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূর নাম লালমতি ভানু (৫১)। তিনি ছাতকছড়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।
[৩] নিহতের স্বজনরা জানান, সকালে কালাছড়া বনবিট এলাকায় কাঠ কুড়াতে যান লালমতি। এসময় বনায়নের গাছ কাটছিলেন শ্রমিকরা। অসাবধনতাবশত একটি কাটা গাছের নিচে চাপা পড়েন ওই গৃহবধূ ।
[৪] পরে তাকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গাছ মহালদার ফজলুর রহমান জানান, এটি সামাজিক বনায়নের গাছ, বনবিভাগ থেকে অনুমতি নিয়ে তিনি গাছগুলো কাটাচ্ছেন। তিনি শ্রমিকদের কাছ থেকে বিষয়টি অবগত হয়েছেন।
[৫] কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, ঘটনাটি কেউ এখনও জানায়নি, তবে পুলিশ হাসপাতালে গিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।