শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৭ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কম্পিউটার চুরির অপরাধে চিটাগং গ্রামার স্কুলের গার্ড সহ দুইজন আটক

রাজু চৌধুরী : চিটাগং গ্রামার স্কুলের সিকিউরিটি গার্ডকে কম্পিউটার চুরির অপরাধে গ্রেপ্তার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পুলিশ জানায়, আটককৃত গার্ডের নাম মোঃ নাহিদ আরমান জিসান তিনি ইলিয়াস ব্রাদার্স এর বাড়ির চাঁদগাও থানার বাসিন্দা। স্কুলের কম্পিউটার চুরির অপরাধে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
নাহিদ আরমান জিসান কে স্কুলে ডিউটিরত অবস্থায় পেয়ে আটক করে এবং চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন কথাবার্তা বলে।
এ সংক্রান্তে চিটাগং গ্রামার স্কুল আপার সেকশন এর মোশারফ হোসেন সুমন (৪৮) নামে একজন সিকিউরিটি ইনচার্জ বাদী হয়ে কোতোয়ালী থানায় এজাহার দায়ের করলে মোঃ নাহিদ আরমান জিসান এর বিরুদ্ধে দঃ বিঃ আইনের ৩৮১ ধারায় ০১টি মামলা রুজু হয়।
উক্ত মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ মোমিনুল হাসান জানান, মামলার তদন্তকালে আটককৃত মোঃ নাহিদ আরমান জিসানকে ব্যাপক
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে চুরির কথা স্বীকার করে।
সে চোরাই সিপিইউ এবং মনিটর কমদামে বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় যুব উন্নয়ন কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে মোঃ সেলিম উল্লাহ (৩৫) এর কাছে বিক্রয় করেছে বলে জানালে তার দেওয়া তথ্য ও দেখানো মতে এলাকায় এএসআই/অনুপ কুমার বিশ্বাস সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে যুব উন্নয়ন কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে মোঃ সেলিম উল্লাহ (৩৫) কে গ্রেপ্তার করা হয় এবং ০৩টি মনিটর, ০৪টি সিপিইউ উদ্ধার করা হয়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়