শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৭ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কম্পিউটার চুরির অপরাধে চিটাগং গ্রামার স্কুলের গার্ড সহ দুইজন আটক

রাজু চৌধুরী : চিটাগং গ্রামার স্কুলের সিকিউরিটি গার্ডকে কম্পিউটার চুরির অপরাধে গ্রেপ্তার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পুলিশ জানায়, আটককৃত গার্ডের নাম মোঃ নাহিদ আরমান জিসান তিনি ইলিয়াস ব্রাদার্স এর বাড়ির চাঁদগাও থানার বাসিন্দা। স্কুলের কম্পিউটার চুরির অপরাধে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
নাহিদ আরমান জিসান কে স্কুলে ডিউটিরত অবস্থায় পেয়ে আটক করে এবং চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন কথাবার্তা বলে।
এ সংক্রান্তে চিটাগং গ্রামার স্কুল আপার সেকশন এর মোশারফ হোসেন সুমন (৪৮) নামে একজন সিকিউরিটি ইনচার্জ বাদী হয়ে কোতোয়ালী থানায় এজাহার দায়ের করলে মোঃ নাহিদ আরমান জিসান এর বিরুদ্ধে দঃ বিঃ আইনের ৩৮১ ধারায় ০১টি মামলা রুজু হয়।
উক্ত মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ মোমিনুল হাসান জানান, মামলার তদন্তকালে আটককৃত মোঃ নাহিদ আরমান জিসানকে ব্যাপক
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে চুরির কথা স্বীকার করে।
সে চোরাই সিপিইউ এবং মনিটর কমদামে বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় যুব উন্নয়ন কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে মোঃ সেলিম উল্লাহ (৩৫) এর কাছে বিক্রয় করেছে বলে জানালে তার দেওয়া তথ্য ও দেখানো মতে এলাকায় এএসআই/অনুপ কুমার বিশ্বাস সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে যুব উন্নয়ন কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে মোঃ সেলিম উল্লাহ (৩৫) কে গ্রেপ্তার করা হয় এবং ০৩টি মনিটর, ০৪টি সিপিইউ উদ্ধার করা হয়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়