শিরোনাম
◈ অর্ধ ট্রিলিয়ন ডলারের মালিক হয়েও যে কারণে সাধারণ জীবনে ইলন মাস্ক, এত সম্পদ দিয়ে কী করেন? ◈ কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান ◈ যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, যাত্রীদের চরম ভোগান্তি ◈ কিছু দল জোরপূর্বক দাবি আদায় করতে চায় : আমীর খসরু ◈ ফ্যাসিবাদী গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি ◈ দশম গ্রেডসহ তিন দফা দাবিতে আন্দোলনে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ ◈ ‘নলকূপ বসাতে গেলেই বেরিয়ে আসছে গ্যাস’ ◈ রেসলার‌দের রিংয়ে বাস্তবে হামলা, নিষিদ্ধ ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন ম্যাকইনটায়ার ◈ নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি ◈ নির্বাচনের বিষয়ে কথা বলতে আসিনি— রাজশাহীতে আসিফ নজরুল

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩২ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে মাদক মামলায় একজনকে ১৫ বছরের কারাদণ্ড

অহিদ মুুকুল: [২] মাদক আইনের মামলায় মো. নেয়ামত উল্যাহ নামের একব্যক্তিকে ১৫ বছরের কারাদন্ড এবং ওই আইনের (১৯) ৪ ধারা অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে অতিরিক্ত ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

[৩] বুধবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক সালেহ উদ্দিন আহমদ এই রায় দেন। সাজাপ্রাপ্ত মো. নেয়ামত উল্যাহ বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের পৌর হাজীপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি কারাগারে আটক রয়েছেন।

[৪] আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৬ নভেম্বর বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.জসিম উদ্দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের জমিদারহাট বাজারের শাহী বাস কাউন্টারের সামনে থেকে নেয়ামত উল্যাহকে আটক করে পুলিশ। তখন নেয়ামত উল্যার হাতে থাকা একটি কাপড়ের শপিং ব্যাগ থেকে ৫৮০০ পিস ইয়াবা উদ্ধার হয়।

[৫] এ ঘটনায় বেগমগঞ্জ থানার (এসআই) মো.জসিম উদ্দিন বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা নেয়ামত উল্যাহকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

[৬] জেলা জজ আদালতের স্টেনোগ্রাফার মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়