শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩২ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে মাদক মামলায় একজনকে ১৫ বছরের কারাদণ্ড

অহিদ মুুকুল: [২] মাদক আইনের মামলায় মো. নেয়ামত উল্যাহ নামের একব্যক্তিকে ১৫ বছরের কারাদন্ড এবং ওই আইনের (১৯) ৪ ধারা অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে অতিরিক্ত ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

[৩] বুধবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক সালেহ উদ্দিন আহমদ এই রায় দেন। সাজাপ্রাপ্ত মো. নেয়ামত উল্যাহ বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের পৌর হাজীপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি কারাগারে আটক রয়েছেন।

[৪] আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৬ নভেম্বর বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.জসিম উদ্দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের জমিদারহাট বাজারের শাহী বাস কাউন্টারের সামনে থেকে নেয়ামত উল্যাহকে আটক করে পুলিশ। তখন নেয়ামত উল্যার হাতে থাকা একটি কাপড়ের শপিং ব্যাগ থেকে ৫৮০০ পিস ইয়াবা উদ্ধার হয়।

[৫] এ ঘটনায় বেগমগঞ্জ থানার (এসআই) মো.জসিম উদ্দিন বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা নেয়ামত উল্যাহকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

[৬] জেলা জজ আদালতের স্টেনোগ্রাফার মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়