আনিস তপন : [২] মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বিজিবি প্রধানকে এ নির্দেশনা দেন তিনি।
[৩] এরআগে, অগ্রাধিকার ভিত্তিতে সীমান্ত দিয়ে চালের ট্রাক নির্বিঘ্নে বাংলাদেশে প্রবেশে করণীয় সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে অংশ নেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
[৪] ভোমরা, হিলি, বুড়িমারী বাংলাবান্ধা, শেওলাসহ যেসব স্থল বন্দর দিয়ে চাল আসছে সেসব বন্দর দিয়ে চালের ট্রাক যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশ করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।
[৫] এরআগে, খাদ্যশস্যের বাজারমূল্যের ঊর্ধ্বগতির প্রবণতা রোধ, নিম্নআয়ের জনগোষ্ঠীকে সহায়তা এবং বাজারদর স্থিতিশীল রাখার স্বার্থে বেসরকারি পর্যায়ে চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করে সরকার। সম্পাদনা: রায়হান রাজীব