শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ১০:০৭ দুপুর
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে বুধবার চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক: [২] ফেডারেশন কাপের সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব। অন্যদিকে ঢাকা আবাহনীর বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস।

[৩] বুধবার প্রথম সেমিতে মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাব। ‘সি’ গ্রুপ থেকে রানার্স-আপ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল চট্টগ্রামের দলটি। শেষ চারের ওঠার লড়ায়ে শেখ রাসেলের বিরুদ্ধে ০-২ গোলে জয় তুলেছে মারুফুল হকের শিষ্যরা।

[৪] অন্যদিকে বেলজিয়ান কোচ পল পুটের অধীনে ‘বি’ গ্রুপের সেরা দল হয়ে সেরা আটে উঠে সাইফ স্পোর্টিং। সেমি নিশ্চিতের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ছিলো ঢাকা মোহামেডান স্পোর্টিং। ঐতিহ্যবাহী দলটির বিপক্ষে ২-২ ড্র করলে টাই ব্রেকারে গড়ায় খেলা। শেষ পর্যন্ত সাডেন ডেথে ৬-৭ গোলে জয় তুলে মাঠ ছাড়ে সাইফ। ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।

[৫] চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল আবাহনী। মুক্তিযোদ্ধা সংদের বিপক্ষে ২-১ এ জয় তুলে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার নিশ্চিত হয় আকাশী-হলুদদের। শেষ আটে উত্তর বারিধারার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে সেমিতে পৌঁছায় ধানমন্ডির দলটি।

[৬] গেল আসরের রানার্স-আপ রহমতগঞ্জকে ০-৩ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ০-১ গোলের জয় তুলে নিয়ে গ্রুপের সেরা দল হিসেবে নক আউট পর্বে পৌঁছায় কিংস। কোয়ার্টারে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-০ গোলে হারায় অস্কার ব্রুজনের শিষ্যরা।

[৭] দুই সেমিতে জয়ীরা আগামী ১০ জানুয়ারি শিরোপার লড়াইয়ে মাঠে নামবে। সবগুলো ম্যাচই বসবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বিকেল চারটায় সরাসরি সম্প্রচার করা হবে টি-স্পোর্টস। - বিএফএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়