শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ১১:০৪ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাঠিয়াল নিয়ে জমি দখল, নবীনগর ও ব্রাহ্মণবাড়িয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া

এএইচ রাফি: [২] উপজেলার রসূলপুরে ও জেলা শহরের আমিনপুরে ঘটনা ঘটেছে। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও সিএনজি ভাংচুরের ঘটনা ঘটে।

[৩] প্রত্যক্ষদর্শীরা জানায়, নবীনগরের রসূলপুরের আল-আমিনের সাথে আমিনপুর ফারুকের সাথে ঝামেলা চলে আসছিল। মঙ্গলবার সকালে ফারুক ব্রাহ্মণবাড়িয়ার কালিসীমা থেকে ৩/৪টি নৌকায় প্রায় আড়াই শত লোকজন রসূলপুরে গিয়ে বিবাদমান ওই জমি দখল করে ধান রোপন করে। ধান রোপনের পর ফারুকের লোকজন আল-আমিনের বাড়িতে হামলা করার চেষ্টা করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ইট-পাটকেল নিক্ষেপ করে।

[৪] পরে আল আমিনের মামাতো ভাই জেলা শহরের দক্ষিণ পৈরতলার বাবুল মিয়াকে আমিনপুর এলাকায় পেয়ে ফারুক, হোসেন মিয়া ও হারুন মিয়া লোকজন নিয়ে মারধোর করে। এই ঘটনায় দক্ষিণ পৈরতলার লোকজন আমিনপুর গিয়ে ফারুকের লোকজনকে ধাওয়া করে। এসময় কয়েকটি সিএনজির গ্লাস ভাংচুর করা হয়। সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহত বাবুল মিয়াকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

[৫] নবীনগর ইউএনও একরামুল সিদ্দিকী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ, মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান ও পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদ ঘটনাস্থলে পরিদর্শনে যান।

[৬] সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়