আকাশ আহমেদ সোহেল: [২] উপজেলায় ট্রাকের চাপায় তিন সন্তানের জনক ভ্যান চালক এমারত শেখ (৫০) নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট বাসষ্ট্যান্ড জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। সে একই উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত জলিল শেখের ছেলে।
[৩] প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা গামী ইট ভর্তি একটি ট্রাক এসে ভ্যানটিকে পিছন থেকে চাপা দিয়ে দ্রত চলে যায়। এসময় ভ্যানগাড়ীটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই নিহত হয়। রাজৈর থানার ওসি মোঃ শেখ সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।