শিরোনাম
◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ নির্বাচনে জাপা ও এনডিএফ প্রার্থীদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম 

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৮:১১ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের মধ্য মৌসুমের আইপিএল দল

স্পোর্টস ডেস্ক :[২] চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মধ্য মৌসুমের দল নির্বাচন করেছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক এবং ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তার বাছাইকৃত এই দলে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে বিরাট কোহলিকে।

[৩] দুই ওপেনার হিসেবে দলটিতে হার্শার পছন্দ উইকেটরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুল এবং ডানহাতি মায়াঙ্ক আগারওয়ালকে। বর্তমানে তারা দুজনই খেলছেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। দলে চার বিদেশি ক্রিকেটারের মধ্যে হার্শা বাছাই করেছেন প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স, আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান, ইংলিশ পেসার জফরা আর্চার এবং আরেক দক্ষিণ আফ্রিকান কাগিসো রাবাদাকে।

[৪] এছাড়া মিডল অর্ডারের পরীক্ষিত ব্যাটসম্যান হিসেবে সূর্য কুমার যাদবকে পছন্দ হার্শার। স্পিনারদের মধ্যে রশিদ ছাড়াও রাহুল তেওয়াতিয়াকে বাছাই করেছেন তিনি। এছাড়া বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরেরও জায়গা হয়েছে এই একাদশে। ভারতীয় স্পেশালিষ্ট পেসার হিসেবে জাসপ্রিত বুমরাহ রয়েছেন এই দলে।

[৫] মধ্য মৌসুমের দলবদলের নিয়ম অনুযায়ী আইপিএলের ৮টি দল নিজেদের মধ্যে ক্রিকেটার অদল বদল করতে পারবে। এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন কেবল ২০২০ আইপিএলে দুই বা তার কম ম্যাচে খেলা ক্রিকেটাররা।

[৬] মৌসুমের দল: লোকেশ রাহুল (উইকেটরক্ষক), মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, সূর্য কুমার যাদব, রাহুল তেওয়াতিয়া, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, জফরা আর্চার, জাসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়