শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৮:১১ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের মধ্য মৌসুমের আইপিএল দল

স্পোর্টস ডেস্ক :[২] চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মধ্য মৌসুমের দল নির্বাচন করেছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক এবং ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তার বাছাইকৃত এই দলে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে বিরাট কোহলিকে।

[৩] দুই ওপেনার হিসেবে দলটিতে হার্শার পছন্দ উইকেটরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুল এবং ডানহাতি মায়াঙ্ক আগারওয়ালকে। বর্তমানে তারা দুজনই খেলছেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। দলে চার বিদেশি ক্রিকেটারের মধ্যে হার্শা বাছাই করেছেন প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স, আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান, ইংলিশ পেসার জফরা আর্চার এবং আরেক দক্ষিণ আফ্রিকান কাগিসো রাবাদাকে।

[৪] এছাড়া মিডল অর্ডারের পরীক্ষিত ব্যাটসম্যান হিসেবে সূর্য কুমার যাদবকে পছন্দ হার্শার। স্পিনারদের মধ্যে রশিদ ছাড়াও রাহুল তেওয়াতিয়াকে বাছাই করেছেন তিনি। এছাড়া বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরেরও জায়গা হয়েছে এই একাদশে। ভারতীয় স্পেশালিষ্ট পেসার হিসেবে জাসপ্রিত বুমরাহ রয়েছেন এই দলে।

[৫] মধ্য মৌসুমের দলবদলের নিয়ম অনুযায়ী আইপিএলের ৮টি দল নিজেদের মধ্যে ক্রিকেটার অদল বদল করতে পারবে। এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন কেবল ২০২০ আইপিএলে দুই বা তার কম ম্যাচে খেলা ক্রিকেটাররা।

[৬] মৌসুমের দল: লোকেশ রাহুল (উইকেটরক্ষক), মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, সূর্য কুমার যাদব, রাহুল তেওয়াতিয়া, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, জফরা আর্চার, জাসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়