শিরোনাম
◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স ◈ নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার  ◈  শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে: চার অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৮:১১ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের মধ্য মৌসুমের আইপিএল দল

স্পোর্টস ডেস্ক :[২] চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মধ্য মৌসুমের দল নির্বাচন করেছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক এবং ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তার বাছাইকৃত এই দলে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে বিরাট কোহলিকে।

[৩] দুই ওপেনার হিসেবে দলটিতে হার্শার পছন্দ উইকেটরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুল এবং ডানহাতি মায়াঙ্ক আগারওয়ালকে। বর্তমানে তারা দুজনই খেলছেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। দলে চার বিদেশি ক্রিকেটারের মধ্যে হার্শা বাছাই করেছেন প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স, আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান, ইংলিশ পেসার জফরা আর্চার এবং আরেক দক্ষিণ আফ্রিকান কাগিসো রাবাদাকে।

[৪] এছাড়া মিডল অর্ডারের পরীক্ষিত ব্যাটসম্যান হিসেবে সূর্য কুমার যাদবকে পছন্দ হার্শার। স্পিনারদের মধ্যে রশিদ ছাড়াও রাহুল তেওয়াতিয়াকে বাছাই করেছেন তিনি। এছাড়া বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরেরও জায়গা হয়েছে এই একাদশে। ভারতীয় স্পেশালিষ্ট পেসার হিসেবে জাসপ্রিত বুমরাহ রয়েছেন এই দলে।

[৫] মধ্য মৌসুমের দলবদলের নিয়ম অনুযায়ী আইপিএলের ৮টি দল নিজেদের মধ্যে ক্রিকেটার অদল বদল করতে পারবে। এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন কেবল ২০২০ আইপিএলে দুই বা তার কম ম্যাচে খেলা ক্রিকেটাররা।

[৬] মৌসুমের দল: লোকেশ রাহুল (উইকেটরক্ষক), মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, সূর্য কুমার যাদব, রাহুল তেওয়াতিয়া, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, জফরা আর্চার, জাসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়