নিজস্ব প্রতিবেদক: শনিবার আইপিএলের প্রথম ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে আত্মবিশ্বাসী কলকাতা নাইট রাইডার্সেও অধিনায়ক দীনেশ কার্তিক আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ।
চেন্নাইয়ের বিরুদ্ধে যে একাদশ খেলেছে, সেই একাদশেই এদিন একটি পরিবর্তন এনেছে নাইট শিবির। শিবম মাভিকে বিশ্রাম দিয়ে প্রসিদ্ধ কৃষ্ণাকে দলে এনেছে টিম ম্যানেজমেন্ট। এছাড়া বাকি দল অপরবর্তিত। গত ম্যাচে শুভমান গিলের সঙ্গে ওপেনে নেমে সাড়া জাগানো রাহুল ত্রিপাঠি পাঞ্জাবের বিরুদ্ধে ফের ব্যাট হাতে ওপেন করতে নামেন।
কলকাতার বাকি ব্যাটিং অর্ডার কী হয়, সেদিকেই নজর অনুরাগীদের। অবশ্যই বড় রান চাপিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দীনেশ কার্তিক। সেই লক্ষ্যে তারা কতোটা সফল হয়, এখন সেটাই দেখার।