সুজন কৈরী : রাজধানীর শেরেবাংলা নগরের তালতলায় ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে শনিবার শাহ জালাল (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী শিশুর মা জানান, তিনি বাসাবাড়িতে কাজ করেন। তার স্বামী গার্মেন্টসে কাজ করেন। এ কারণে তাদের দুজনকেই বাসার বাইরে থাকতে হয়। এ সুযোগে শিশুটিকে ভুলিয়ে-ভালিয়ে বাসার ছাদে নিয়ে ধর্ষণ করেন জালাল। এর আগেও কয়েকবার ওই শিশুকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ মা’র।
এ ঘটনায় শনিবার দুপুরে শেরে বাংলা নগর থানায় মামলা দায়েরের পর রাতে পুলিশ শাহ জালালকে গ্রেপ্তার করে।
শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি জানান, আমরা ভুক্তভোগীর মায়ের কাছে ঘটনাটি শুনি। বাবা-মা বাসায় না থাকায় ছোট বাচ্চাটিকে ভুলিয়ে-ভালিয়ে ছাদে নিয়ে ধর্ষণ করেন জালাল। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।