শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বিয়ার ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন আটক

সুজন কৈরী: সাভার ও আশুলিয়া এলাকায় বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে ৪৩২ ক্যান বেলজিয়ান বিয়ার এবং ৩১৬ পিস নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডলসহ ৫ জনকে আটক করেছে র‍্যাব-৪।

র‍্যাব-৪ এর সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ বলেন, সাভারের হারুরিয়া সাকিন এলাকায় অভিযান চালিয়ে ৪৩২ ক্যান বেলজিয়ান বিয়ার (১৬ দশমিক ৮ শতাংশ অ্যালকোহলযুক্ত) জব্দ করা হয়। আটক করা হয় মকবুল আহমেদ ওরফে মুকুল ও হাফিজুর রহমান নামের দুই মাদক ব্যবসায়ীকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা বিদেশি বিয়ার সংগ্রহ করে আশুলিয়া ও সাভার এলাকায় ডিলারদের কাছে বিক্রি করছিলেন। আটককদের মধ্যে মকবুল আহমেদ বিদেশি বিয়ার মজুদ করে দীর্ঘ দিন ধরে অবৈধ মাদক ব্যবসা করছিলেন। তার বিরুদ্ধে আগেও মাদকের একাধিক মামলা রয়েছে।

অপরদিকে র‌্যাব-৪ এর একই দল পৃথক অভিযান চালিয়ে আশুলিয়ার গনকবাড়ির জিয়া ড্রাগ হাউজ-২ এ অভিযান চালিয়ে ৩১৬ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নাঈম ইসলাম, আবু বক্কর ও নুর নবী নামের তিন জনকে আটক করা হয়।

র‌্যাব-৪ জানিয়েছে, এর আগেও অনুমোদনহীন ও নিষিদ্ধ ওষুধ মজুতের অভিযোগে জিয়া ড্রাগ হাউস-২ এ অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ওই সময় প্রতিষ্ঠানটিকে অর্থদÐ ও সতর্ক করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়