শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ১০:৩৩ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত বার্সেলোনার নতুন ফুটবলার পিয়ানিচ

স্পোর্টস ডেস্ক : [২] বার্সেলোনায় নাম লিখিয়েছেন প্রায় মাস দুয়েক হতে চললো। তবে এখনও কাতালুনিয়ায় এসে পৌঁছাননি মিরালেম পিয়ানিচ। আনুষ্ঠানিকভাবেও এখনো দর্শদের সামনে হাজির করা হয়নি তাকে। কিন্তু এর আগেই শুনতে হলো দুঃসংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ বছর বয়সী এ মিডফিল্ডার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।

[৩] তৃতীয় ফুটবলার হিসেবে বার্সা শিবিরে করোনা আক্রান্ত হলেন পিয়ানিচ। এর আগে আরও দুই খেলোয়াড়ের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিল ক্লাবটি। তবে করোনায় আক্রান্ত হলেও সুস্থ রয়েছেন পিয়ানিচ। বর্তমানে নিজের বাসায় আইসোলেসনে রয়েছেন এ মিডফিল্ডার।

[৪] নিজেদের বিবৃতিতে ক্লাবটি জানায়, 'গত ২২ আগস্ট থেকে কিছুটা অস্বস্তি বোধ করার পর শনিবার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ এসেছে মিরালেম পিয়ানিচের। তবে শারীরিকভাবে সুস্থ রয়েছেন খেলোয়াড়। বর্তমানে নিজের বাসস্থানে আইসোলেসনে রয়েছেন। আর এ কারণে আগামী ১৫ দিনের মধ্যে তিনি বার্সেলোনায় আসছেন না।

[৫] গত জুনে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস থেকে চার বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন পিয়ানিচ। বসনিয়া-হার্জেগোভিনার এই মিডফিল্ডারের আনতে খরচ করতে হয়েছে ছয় কোটি ইউরো। শর্তসাপেক্ষে, অর্থের অঙ্কটা বাড়বে আরও ৫০ লাখ ইউরো। মূলত বার্সার তরুণ তারকা আর্থুর মেলোর সঙ্গে বিনিময় চুক্তি করে ক্লাবটি। - ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়