রাহুল রাজ : [২] অনলাইনে দাবা খেলার বিশ্বের বৃহত্তম প্লাটফর্ম চেস ডটকম আয়োজিত ওয়ার্ল্ড ক্লাবস লিগের ডিভিশন-এ এর পঞ্চম রাউন্ডের খেলা শেষে ৫ খেলায় ৪ পয়েন্ট অর্জন করে অপর ১১ টি ক্লাবের সাথে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব যৌথভাবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
[৩] গত ২৭ জুন অনুষ্ঠিত লিগের পঞ্চম রাউন্ডের খেলায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ইউনিভার্সিটি অব সিডনি চেস ক্লাবকে ২০.৫-১৭.৫ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে। ইউক্রেনের শক্তিশালী কিয়েভ চেস ক্লাব ৫ খেলায় পূর্ণ ৫ পয়েন্ট অর্জন করে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।
[৪] উল্লেখ্য যে, অনলাইনে দুইমাস ব্যাপী আয়োজিত এই লিগে বিশ্বের ৩৭ টি দেশের ১১৫ টি ক্লাব দুটি ডিভিশনে প্রতিদ্বন্দ্বিতা করছে। লিগের ষষ্ঠ রাউন্ডের খেলা আগামী ৪ জুলাই, শনিবার অনুষ্ঠিত হবে।