নূর মোহাম্মদ : [২] জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চে জামিন শুনানি হয়।
[৩] ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, আদালত জামিন না দিয়ে নিয়মিত কোর্ট খোলা পর্যন্ত আবেদন মুলতবি রেখেছেন।
[৪] দুদকের এ মামলায় গত বছরের ১৪ নভেম্বর ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালত সত্যজিৎ মুখার্জিকে সাত বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে তাকে এক কোটি ৩৯ লাখ ৪৪ হাজার ১৭৬ টাকা জরিমানা করেন। এর বিরুদ্ধে আপিল করে জামিন চান সত্যজিৎ।