শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ১২:৫৮ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেস ক্লাব, শাহবাগ ও সায়েন্সল্যাবে বিক্ষোভে অচল ঢাকার সড়ক : দিনভর তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী

আন্দোলনের নগরীতে পরিণত হওয়া রাজধানী ঢাকা মাঝখানে কিছুটা শান্ত হলেও আবারও আন্দোলন-সংগ্রামে অস্থির হয়ে উঠেছে। গতকাল এক দিনে রাজধানীর অন্যতম তিনটি গুরুত্ব পয়েন্ট জাতীয় প্রেস ক্লাব, শাহবাগ ও সায়েন্সল্যাব এলাকায় অবরোধ, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে জাতীয় প্রেস ক্লাবে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় যানজটে যোগ হয়েছে নতুন মাত্রা। শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেও সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা। সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আর এতেই যান চলাচলে বিঘ্ন ঘটলে তীব্র যানজট ছড়িয়ে পড়ে বেশির ভাগ এলাকায়।

এতে সপ্তাহের প্রথম কার্য দিবসে ভোগান্তিতে পড়ে ক্ষোভ প্রকাশ করেন অফিসগামী থেকে শুরু করে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানা গেছে, গতকাল সকাল থেকেই  প্রেস ক্লাব, শাহবাগ, কাকরাইল, মৎস্য ভবন, সায়েন্সল্যাব, মিরপুর সড়ক ও গুলিস্তান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সারা দিনই এসব সড়কে যানজট অব্যাহত ছিল। অনেকে যানজটে বিরক্ত হয়ে হেঁটে গন্তব্যে পৌঁছান। ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়, বিকল্প রুটে ডাইভারশন দিয়ে যান চলাচল ঠিক রাখার চেষ্টা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। এ কর্মসূচিতে সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী অংশ নেন। তাদের অবস্থানের কারণে পল্টন থেকে কদম ফোয়ারা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দুই দফা লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। এতে বেশ কয়েক ঘণ্টা সড়কটিতে কোনো যান চলাচল করতে পারেনি। সোহানুজ্জামান জয় নামে এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, তেজগাঁও এলাকা থেকে দুই ঘণ্টায়ও বঙ্গবাজার পৌঁছাতে পারিনি। মৎস্য ভবন এলাকায় আটকে থাকতে হয় এক ঘণ্টার বেশি সময়। এদিকে গতকাল সকাল থেকেই শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেও সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে শাহবাগ এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। শারমিন পিংকি নামে এক পথচারী বলেন, যানজট এমন রূপ নিয়েছে যে গাড়ির জটলায় হেঁটেও যাওয়া যাচ্ছিল না। এ ছাড়া ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক বিলুপ্তির মাধ্যমে ঢাকা কলেজের স্বকীয়তা বিলীন হওয়ার শঙ্কায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা।

তাদের এই অবরোধের কারণে ধানমন্ডি, গ্রিনরোড, নিউমার্কেট, এলিফ্যান্ট রোডে তীব্র যানজট তৈরি হয়। ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) জাহাঙ্গীর কবির বলেন, এইচএসসির শিক্ষার্থীরা অল্প সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন। পরে তারা নিজেরাই ক্যাম্পাসে ফিরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়