মার্কিন প্রেসিডেন্ট কিয়েভকে রাশিয়ার গভীরে আঘাত করতে সক্ষম 'টমাহক' ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারেন - এমন আলোচনার মধ্যে শুক্রবার (১৭ অক্টোবর) হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে ট্রাম্প 'দুর্দান্ত অগ্রগতি হয়েছে' বলে বলার একদিন পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিবিসি জানিয়েছে, জেলেনস্কি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। চলতি বছর এটি তার হোয়াইট হাউসে তৃতীয় সফর।
জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন ইউক্রেনকে উন্নত 'টমাহক' ক্ষেপণাস্ত্র সরবরাহ করে। এর পাল্লা ২ হাজার ৫০০ কিলোমিটার।
ইউক্রেনকে টমাহক দেওয়ার কথা ভাবছেন কি না - চলতি সপ্তাহের শুরুতে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, 'দেখা যাক... আমি পারব।'
কিন্তু পুতিনের সঙ্গে ফোনালাপের পর একই সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, 'আমরা মার্কিন টমাহকসের মজুদ খারাপ করতে পারি না। আমাদেরও এগুলো প্রয়োজন... তাই আমি জানি না আমরা এ বিষয়ে কী করতে পারি।'
বিবিসির প্রতিবেদন অনুসারে, ট্রাম্পকে তার পূর্বসূরি জো বাইডেনের তুলনায় রাশিয়ার প্রতি বেশি সহানুভূতিশীল হিসেবে দেখা হয়। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে পুতিনের প্রতি তিনি আরও কঠোর অবস্থান গ্রহণ করেছেন। সূত্র: দৈনিক ইত্তেফাক