ইসমাঈল আযহার: [২] ফিলিস্তিনের গাজা উপত্যকার স্বাস্থ্য কর্মকর্তারা বৃহস্পতিবার নিশ্চিত করে জানিয়েছেন, কোভিড-১৯ মোকাবেলায় তুরস্কের পাঠানো মেডিকেল সামগ্রী গাজায় পৌঁছেছে। ডেইলি সাবাহ, আনাদোলু এজেন্সি
[৩] দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে জানান, করোনাভাইরাস শনাক্তকরণে দু’টি পলিমারেজ চেইন রিঅ্যাকশন PCR মেশিন সরবারহ করা হয়েছে।
[৪] ফিলিস্তিনের পাশে থাকার জন্য ও তাদের সমর্থন দেওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও সে দেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন আশরাফ আল কুদরা।
[৫] এর আগে গত ৫ মে দখলকৃত পশ্চিম তীর এবং গাজার স্বাস্থ্য বিভাগ করোনা মোকাবেলা করতে আরও একটি সহায়তা চালান পেয়েছিলো। যাতে ৪০ হাজার পিআরসি কিট, ১ লাখ ফেস মাস্ক, ৪০ হাজার পিপিই এবং ১ লাখ জোড়া গ্লোভস অন্তর্ভুক্ত ছিলো।
[৬] ফিলিস্তিনে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৪৬৪ জন। ভাইরাসটিতে মারা গেছে ৩ জন এবং সুস্থ হয়েছে ৩৭৭ জন। ওয়াল্ড মেটার ইনফো