শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০২:০৪ রাত
আপডেট : ০১ জুন, ২০২০, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মহাকাশ যাত্রার আগে দুই নভোচারী বিফ স্টেক খান, গান শোনেন ও নাম সই করেন

দেবদুলাল মুন্না: [২] দুই নভোচারী অ্যাস্ট্রো-বেনকেন ও অ্যাস্ট্রো-হার্লে মহাকাশ যাত্রার আগে যে দুটি খাবার খান সেগুলো হলো বিফ স্টেক ও ডিম পোচ। বলা যায়, এটা নাসার ঐতিহ্য। এ কৌতুহল মিটিয়েছেন নভোচারী ডাউ হার্লে। টুইটারে ছবি পোস্ট করে জানিয়েছেন, প্লেসে সেই প্রথাগত মেন্যুই রেখেছে নাসা।

[৩] মহামারি না চললে হয়তো ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে কনসার্টের আয়োজন করা হতো। নেচে গেয়ে বিদায় জানানো হতো নভোচারীদের। সে সুযোগ না থাকায় গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী কেলি ক্লার্কসন লাইভ ভিডিওতে ভার্চুয়ালি গান গেয়ে শোনান।

[৪] দুই নভোচারী পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার পর টেসলা মডেল এক্স গাড়িতে করে কেনেডি স্পেস সেন্টারে পৌঁছান। যাত্রা পথে তারা এসি/ডিসি ব্যান্ড ও দ্য ব্লু ব্রাদার্স সিনেমার গান শোনেন। গাড়িটি টেসলার হলেও তাতে ছিলো নাসার লোগো। লাইসেন্স প্লেটে লেখা ছিলো আইএসএসবিএনডি (ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বাউন্ড)।

[৫] লঞ্চ প্যাডে গিয়ে রকেটে ওঠার আগে তারা হোয়াইট রুমের দেয়ালে নিজেদের নাম লেখেন। মহাকাশ যানে ওঠার আগে নাসার নভোচারীরা যে রুমে অবস্থান করেন সেটাই হোয়াইট রুম নামে পরিচিত। নাম সই করাটা নভোচারীদের প্রথা নয়, এটা ডাউ হার্লে ও বেনকেনই প্রথম শুরু লেখেন।

[৬] দুই নভোচারীর সঙ্গী হিসেবে মহাকাশে একটি ডাইনোসরের পুতুলও পাঠানো হচ্ছে। মহাকাশে যাওয়ার পর শূন্য মাধ্যাকর্ষণের প্রভাব পরিমাপের সুবিধার্থেই পুতুল সঙ্গে নেওয়া হয়। টেকনেটডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়