নিজস্ব প্রতিবেদক : [২] হিন্দু ধর্মের রীতি অনুযায়ী আজ ছিলো জামাই ষষ্ঠী। অর্থাৎ মেয়ের স্বামীকে মেয়ের বাবার বাড়িতে এনে বিভিন্ন পদের খাবার খাওয়ানোর একটা উৎসব বিশেষ। সেটা জীবনে প্রথমবার পালন করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস।
[৩] নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন আনন্দিত হওয়ার সেই উৎসবটি। বুধবার রাতে নিজের ফেসবুকে লিটন তিনটি ছবি পোস্ট করে তাতে লেখেন, প্রথম জামাই ষষ্ঠী, কয়েকটি আনন্দিত হওয়ার ইমোজি।
[৪] ছবিটিতে মাত্র ১৫ মিনিটেই ১০ হাজার ভক্ত তাদের রিয়েক্ট জানিয়েছেন। মন্তব্যের ঘরেও ২৮০ জনের কথা দেখা গেছে।
[৫] গত বছরের ২৮ জুলাই লিটন দাসের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগেগত বছরেরই ১৭ এপ্রিল হিন্দু ধর্মীয় রীতিতে লিটন দাসের আশীর্বাদ হয়। কিন্তু আশীর্বাদের পর তো আর জামাই ষষ্ঠী হয় না তাই গত বছরেরটা কপালে জোটেনি লিটনের। লিটনের স্ত্রীর দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।