রাশিদ রিয়াজ : [২] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনসমক্ষে কখনো করোনাভাইরাস থেকে রক্ষা পেতে অন্যদের মত মাস্ক পরেন না। একজন বিশ্বনেতা হিসেবে এটি তার ভাবমূর্তিকে আঘাত করে এবং তিনি মনে করেন এটি নেতা হিসেবে অন্যদের তার ধারণাকে প্রভাবিত করে। শুরু থেকেই তিনি করোনার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ফেস মাস্ক পরার বিষয়ে সন্দেহজনক। স্পুটনিক
[২] কিন্তু মিশিগানে ফোর্ড ম্যানুফ্যাকচারিং প্লান্টে করোনা রোগিদের জন্যে ভেন্টিলিটরস তৈরি দেখতে গেলে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ক পরেন এবং শর্ত জুড়ে দেন ক্যামেরার সামনে তিনি এটা পরবেন না বা কোনো ছবি এ অবস্থায় উঠানো যাবে না।
[৩] রিপোর্টারদের এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমি ফোর্ড কারখানাটির পেছনের এলাকায় মাস্ক পরেছিলাম কিন্তু আমি চাইনি সাংবাদিকরা এটি পরা অবস্থায় ছবি তুলুক এবং দেখে মজা পাক।
[৪] কিন্তু সেই মজা নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের অগোচরে কেউ তার মাস্ক পরা অবস্থায় ছবি নেন। এবং এছবি যথারীতি টুইটারে প্রকাশ হয়ে পড়ে। প্রেসিডেন্ট ট্রাম্প এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।