শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৬:১৩ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বতীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: [২] বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় দিনাজপুরের পার্বতীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, হুইল চেয়ার, শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

[৩] উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়।

[৪] পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শাহনাজ মিথুন মুন্নীর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক অতিরিক্ত দায়িত্ব) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, সহকারি কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ শামীম আখতার ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।

[৫] পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শাহনাজ মিথুন মুন্নীর জানান, পিছিয়ে থাকা নৃ—গোষ্ঠিকে শিক্ষায় ও সামাজিক ভাবে উন্নত জীবন যাপনে উৎসাহ দিতে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ভাবে উদ্যোগ গ্রহন করে। তারই অংশ হিসেবে এসব নৃ—গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে উপকরন সামগ্রী দেয়া হয়। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়