শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে গণমাধ্যমকর্মীদের সঙ্গে করোনাভাইরাস বিষয়ক মতবিনিময় সভা

ফরহাদ আমিন,টেকনাফ(কক্সবাজার) : [২] কক্সবাজারের টেকনাফে করোনাভাইরাস বিষয়ক দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ নৌবাহিনী বিশেষ দল, উপজেলা প্রশাসন ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে । উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও মো সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় ।

[২] সভায় বাংলাদেশ নৌবাহিনী বিশেষ দল টেকনাফে কন্ডিশন কমান্ডার লেফটেন্যান্ট (বিএন) আসাদুজ্জামান ইমরান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহা:আবুল মনসুর ও গণমাধ্যমকর্মীরা প্রমুখ।
[৩] বাংলাদেশ নৌবাহিনী বিশেষ দল টেকনাফে কন্ডিশন কমান্ডার লেফটেন্যান্ট (বিএন) আসাদুজ্জামান ইমরান বলেন,করোনাভাইরাস বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ ও সরকার প্রদত্ত নির্দেশনাবলী যথাযথভাবে পালনের জন্য এলাকাবাসী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। কারণ করোনাভাইরাস সংক্রমন হওয়ায় দূরত্ব বজায় রেখে পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন ,কোন ধরনের গুজবে কান না দিয়ে সরকার প্রদত্ত ঘোষিত কোয়ারান্টিনে থাকার জন্য উপজেলাবাসীর কাছে সহযোগিতা কামনা করেছেন। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার, দেশবাসীসহ এলাকাবাসী সুস্থ থাকবে । আসুন আমরা সবাই মিলে দূরত্ব বজায় রেখে চলি এবং কোয়ারেন্টাইন পালন করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়