স্পোর্টস ডেস্ক : [২] গ্লেন ম্যাক্সওয়েলের সাথে অন্যরকম সম্পর্ক হল ভারতের। অস্ট্রেলীয় এই ক্রিকেটার জীবনসঙ্গিনী খুঁজে নিয়েছেন ভারত থেকে। এটি অবশ্য পুরনো খবর। নতুন খবর হল, প্রেয়সীর সাথে বাগদানও সম্পন্ন করেছেন অজি তারকা।
[৩] ম্যাক্সওয়েলের হবু স্ত্রী ভিনি রমন, যিনি ভারতীয় বংশোদ্ভূত। দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করে আসছেন দুজন। মাসখানেক আগে বিয়ের কথা জানান। এরই ধারাবাহিকতায় সেরে ফেললেন বাগদান। বাগদানের অনুষ্ঠানে উপমহাদেশের সাজেই এসেছিলেন ম্যাক্সওয়েল। পরনে ছিল ভারতীয় কুর্তি-পায়জামা। হবু স্ত্রী পরেন কালো লেহেঙ্গা।
[৪] ম্যাক্সওয়েলকে নিয়ে ছবি শেয়ার করে রমন স্যোশাল মিডিয়ায় লিখেছেন, ‘গত রাতে ভারতীয় সংস্কৃতি মেনে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। বিয়েটা কেমন হতে পারে সে সম্পর্কে ম্যাক্সওয়েলকে একটা ধারণা দিলাম আমি।’ খবর : ক্রিকটাইম।