আব্দুল্লাহ্ মামুন : [২] বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারী ভেনিজিয়া পুলিটা (পরিষ্কার ভেনিস) নামে একটি ফেসবুক গ্রুপে ছবি আপলোড করে দেখিয়েছেন, যে কোনও পর্যটন মৌসুমের চেয়ে পরিচ্ছন্ন অবস্থায় রয়েছে ইতালির প্রধানতম পর্যটন নগরীটি। সিএনএন
[৩] মারিয়া ল্যানারো লিখেছেন ‘প্রকৃতি তার জীবন পুনরায় শুরু করে। কত সুন্দর’।
[৪] ভেনিস মেয়র অফিস জানিয়েছে, এই পরিবর্তনটি পানির গুণগতমানের উন্নতির কারণে হয়নি। যদিও সীমাবদ্ধ চলাচলের কারণে স্বাভাবিকের তুলনায় দর্শনার্থী কম ও নৌযান চলাচল কম হওয়ায় পরিবেশ কম দূষিত হচ্ছে।
[৫] করোনাভাইরাস মোকাবেলায় সম্পূর্ণ ইতালিই শাটডাউন অবস্থায় রয়েছে। কিছুদিন আগেও ভেনিসকে দূষণ ও বড় ধরনের বন্যা সমস্যার মোকাবেলা করতে হয়েছে। সম্পদনা : আসিফুজ্জামান পৃথিল