শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ১২:৩১ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে জমি দখল নিতে কৃষকের বাড়ীঘরে ভাংচুর

আফজাল হোসেন, গাজীপুর প্রতিনিধি:  [২] জেলার শ্রীপুরের কেওয়া পূর্বখন্ড গ্রামে এক অসহায় কৃষক পরিবারের জমি দখলে নিতে বাড়ী ঘরে ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন।বুধবার সকালে স্থানীয় মুজিবর রহমানের বাড়ীতে এ ঘটনা ঘটে। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি একই বাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছিল প্রতিপক্ষরা। পরে আগুনে ক্ষতিগ্রস্ত ঘরটি সংস্কার করলে ফের ভাংচুর করেন।

[৩] ভোক্তভোগী কৃষক মুজিবর রহমান স্থানীয় ইসমত আলীর ছেলে। প্রতিপক্ষ মোবারক হোসেন আলীম উদ্দিন মোল্লার ছেলে।

[৪] কৃষক পরিবারের ভাষ্য, বেশ কিছুদিন ধরে তাদের জমি নিয়ে প্রতিবেশী মোবারক ও তার স্বজনদের সাথে তিক্ততা সম্পর্ক চলছিল। এরই জের ধরে কয়েকবার তাদের বাড়ী সংলগ্ন ১৪ শতক জমি দখলের চেষ্টা চালায় তারা। অবৈধ ভাবে জমির দখল নিতে পারায় গত ১৯ ফেব্রুয়ারী মোবারকের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের বসতবাড়ীর একটি কক্ষে আগুন ধরিয়ে দেয় তারা। পরে আগুনে ক্ষতিগ্রস্থ ঘরটির সংস্কার করলে ফের বুধবার সকালে ভাংচুর করেন। এসময় ৭০-৮০ জন সন্ত্রাসীসহ দেশীয় অস্ত্র সহ জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা চালায়। পরে প্রতিবাদের মুখে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে চলে যায়।

[৫] মুজিবর রহমানের ভাষ্য, মোবারক জমির দখল নিতে বেপরোয়া হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে তাদের নানাভাবে হয়রাণী করে আসলেও তারা বিভিন্ন জায়গা ঘুরেও প্রশাসনের সহায়তা পাচ্ছেন না। জমির বিরোধকে কেন্দ্র করে তাদের পরিবারের পুরুষ সদস্যদের নামে থানায় চাঁদাবাজীর মামলা করেছে অভিযুক্ত মোবারক। তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন।
অভিযুক্ত মোবারকের দাবী এই জমিটি সে ক্রয়সূত্রে মালিক। তাই দখল নিতে গিয়েছিলেন। চাঁদাবাজী মামলা বিষয়ে তিনি পুলিশের সাথে যোগাযোগের পরামর্শ দেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক নয়ন ভূইয়া জানান,সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে শান্তিশৃঙঙ্খলা রক্ষার্থে উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়েছি। ভোক্তভোগীরা অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়