শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩৭ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির হ্যাটট্রিক সহযোগিতায় রিয়াল বেটিসকে হারালো বার্সা

স্পোর্টস ডেস্ক : লা লিগার রিয়াল বেটিসকে ২-৩ গোলে হারিয়েছে বার্সালোনা। নিজে কোনো গোল না করতে পারলেও তিনটি গোলের অবদান রাখেন লিওনেল মেসি। এ জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ৩ পয়েন্টে নামিয়ে এনেছে কিকে সেতিয়েনের দল।

ম্যাচের ষষ্ঠ মিনিটে পিছিয়ে পড়ে সের্হিও কানালেসের সফল স্পট কিকে। ডি-বক্সের ভেতরে ক্লেমোঁ লংলের হাতে বল লাগলে শুরুতে পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি। পরে ভিএআর দেখে স্পট কিকের সিদ্ধান্ত দেন তিনি।

বেটিসের এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। নবম মিনিটে লিওনেল মেসির বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে বুক দিয়ে নামিয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন ফ্রেংকি ডি ইয়ং।

২৯তম মিনিটে আবারো গোল খেয়ে বসে বার্সা। ডি-বক্সের বাইরে থেকে নিখুঁত কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করে বেটিসকে ফের এগিয়ে নেন নাবিল ফেকির।
প্রথমার্ধের যোগ করা সময়ে আরেক দফা সমতার স্বস্তি ফেরে বার্সার তাঁবুতে। মেসির লম্বা ফ্রি কিকের পর ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে যান সের্হিও বুসকেতস। বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

৭২ মিনিট পর মেসির ক্রসে লংলের হেড জাল খুঁজে পেলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় বার্সেলোনা। মেসিও পূরণ করেন ‘অ্যাসিস্টের’ হ্যাটট্রিক।

৭৬তম মিনিটে বেটিসের ফেকির ও তিন মিনিট পর বার্সেলোনার লংলে দ্বিতীয় হলুদ কার্ড পেলে দুটি দলই পরিণত হয় ১০ জনের দলে।

ওসাসুনাকে ৪-১ গোলে উড়িয়ে দেয়া রিয়াল ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কাতালান ক্লাবটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়