শিরোনাম
◈ একমাত্র বিদেশি সামরিক ঘাঁটি থেকে গোপনে কেন সৈন্য সরালো ভারত? ◈ রাজনাথ সিংয়ের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া ঢাকার: ‘অযথার্থ ও কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ ◈ কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি ও বদনা নিয়ে গেলো এনজিও! ◈ ডরি ফিসের নামে কী খাচ্ছেন? বাজারে 'ডরি ফিস' খুঁজতে গিয়ে সামনে এলো ভয়ংকর তথ্য!(ভিডিও) ◈ বাংলা‌দেশ জিত‌লো তামিমের সেঞ্চুরিতে, সি‌রিজ শেষ হ‌লো সমতায়  ◈ তোপের মুখে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিল পুলিশ (ভিডিও) ◈ ‘ফজু পাগলা’ উপাধি যারা দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই: ফজলুর রহমান ◈ সরকার থেকে পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ ◈ ২০২৬ সালের জুনের মধ্যে বাতিল হবে ৬ ধরনের দলিল: আসছে সম্পূর্ণ ডিজিটাল ভূমি ব্যবস্থা ◈ আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে ধর্মীয় স্থানে হামলার পরিকল্পনার দায়ে দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

ধর্মীয় স্থানে হামলা চালানোর পরিকল্পনার জন্য সন্ত্রাসী গোষ্ঠীতে যোগদান করা দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।

রোববার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই দুই ব্যক্তি নিরাপত্তা স্থাপনা এবং নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধেও হামলার পরিকল্পনা করেছিলেন।

গত এক দশকে মধ্যপ্রাচ্যে মাদক অপরাধের জন্য সৌদি আরবে অসংখ্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বেশিরভাগই বিদেশি নাগরিক।

এ বছর কতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে

বিশ্বের অন্যতম বৃহৎ মৃত্যুদণ্ড ব্যবহারকারী দেশ সৌদি আরব এ বছর ২৪২টি মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর মধ্যে আগস্টে কর্তৃপক্ষ একদিনে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে।

সৌদি প্রেস এজেন্সি জানায়, সন্ত্রাসী অপরাধের জন্য দুই সৌদি নাগরিকের এবং মাদক সংক্রান্ত অপরাধের জন্য ১৫ জনকে (বেশিরভাগই বিদেশি) মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

দেশটিতে গত বছরের মোট মৃত্যুদণ্ডের সংখ্যা ৩৩৮ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে পাবলিক রেকর্ড মামলা ট্র্যাক করা শুরু করার পর থেকে এই সংখ্যাটি সর্বোচ্চ।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, গত দশকে মাদক সংক্রান্ত অপরাধের জন্য প্রায় ৬০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই ব্যক্তিদের তিন-চতুর্থাংশ ছিলেন পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া এবং মিশরের মতো দেশগুলোর নাগরিক।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়