শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মমতার বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে নালিশ জানাবেন বিজেপি সাংসদরা

ইয়াসিন আরাফাত : মূলত মমতা ব্যানার্জির বিরুদ্ধে রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ এনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দরবারে যাচ্ছেন পশ্চিমবঙ্গ বিজেপির ১৮ সাংসদ সদস্য। কোলকাতা ২৪

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই পশ্চিমবঙ্গের ১৮ সাংসদ রাষ্ট্রপতির কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে বিরুদ্ধে নালিশ জানাতে যাবেন। ধারণা করা হচ্ছে  মমতার উপর চাপ সৃষ্টি করতেই এই পথে আগাচ্ছে ভারতের সরকারি দল।  সংশোধিত নাগরিকত্ব আইন তৈরি হওয়ার পর থেকেই কেন্দ্রের বিরোধিতা করে আসছেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। নাগরিকত্ব আইন ও এনআরসি ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে বিভাজনের রাজনীতিরও অভিযোগ তুলেছেন এই  তৃণমূল নেত্রী।

একইসঙ্গে সিএএ ও এনআরসি বাতিলের দাবিতে একটানা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মমতা। কোনওমতেই সংশোধিত নাগরিকত্ব আইন পশ্চিমবঙ্গে কার্যকর করবেন না বলেও কেন্দ্রীয় সরকারকে সাফ জানিয়ে দিয়েছেন মমতা। একইসঙ্গে এনপিআর-এর কাজও বন্ধ রেখেছেন তিনি।

তৃণমূলের লাগাতার কেন্দ্রের বিরোধিতা করায় মমতার উপর বেশ ক্ষিপ্ত বিজেপি। এবার মমতা সরকারের উপর চাপ আরও বাড়াতে ছক কষছেন তারা। সম্প্রতি সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে বিক্ষোভ চালাচ্ছে মমতা নেতৃত্ত্বাধীন তৃণমূল। এসময় বেশ কয়েক জায়গায় বেপরোয়াভাবে বাসে-ট্রেনে আগুন লাগানোর পাশাপাশি ভাঙচুর চালায় তারা।

 

একাধিক রেল স্টেশনেও করা হয় ভাঙচুর। বিজেপির অভিযোগ, হামলাকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি পশ্চিমবঙ্গ পুলিশ। এবার রাষ্ট্রপতিকেই সেই নালিশ জানাতে চলেছেন রাজ্যের বিজেপি সাংসদরা। রাজ্যে গণতন্ত্রিক পরিবেশ নেই বলে দাবি বিজেপির। সেই দাবির স্বপক্ষেই এবার রাষ্ট্রপতিকে তথ্য-ভিত্তিক একটি খসড়া দেবেন বিজেপি সাংসদরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়