শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১০:২৩ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারকে ডিজিটাল পর্যটন সুপারসিটি হিসাবে ঘোষণার দাবি

সমীরণ রায় : বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ সংগঠনটি এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে বলা হয়, কক্সবাজার বিশ্বের অন্যতম পর্যটন নগরী। কক্সবাজারবাসীর দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পর্যটন নগরীকে ডিজিটাল পর্যটন সুপারসিটি ঘোষণার পদক্ষেপ গ্রহণ করুন।

বক্তরা বলেন, আমাদের পাশ্ববর্তী দেশ থাইল্যান্ড, মালেশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালেশিয়াসহ বিভিন্ন দেশের সিংহভাগ আয়ের উৎস সংগ্রহ করে পর্যটন খাত থেকে। অথচ আমাদের দেশে বিপুল সম্ভবনা সত্ত্বেও এ খাতে এখনও আমরা অনেক পিছিয়ে আছি। তাই বর্তমান সরকারের উচিত কক্সবাজারকে ডিজিটাল সুপারসিটি হিসাবে ঘোষণার পদক্ষেপ গ্রহণ করা।

কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের উপদেষ্টা মাজহারুল ইসলাম দেশের পর্যটন নিয়ে মাস্টার প্ল্যান তৈরি করতে সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, বাংলাদেশের পর্যটন খাত নিয়ে মাস্টার প্ল্যান তৈরি করা দরকার। এই মাস্টার প্ল্যান আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি। বাংলাদেশে পর্যটনের বিকাশ ঘটিয়েই দেশকে রেকারত্বের অভিশাপ থেকে মুক্তির পাশাপাশি অর্থনীতির ভিত্তিকে মজবুত করা সম্ভব বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিমান ও পর্যটন মন্ত্রণালয়কে ২টি ভাগে ভাগ করে পর্যটনকে আলাদা মন্ত্রণালয় করার দাবি জানিয়ে কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি রুহুল আমিন সিকদার।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হোসেন, কক্সবাজার ক্লাব লিমিটেডের সভাপতি আবু ছৈয়দ, কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি গোলাম আরিফ লিটন, সহ-সভাপতি শাহ আলম, জগদীশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়