মাজহারুল ইসলাম : আজ দেশে এসে পৌঁছাবে ইউরোপে যাওয়ার পথে তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান হ্রদে নৌকাডুবির ঘটনায় নিহত সুনামগঞ্জের জামজেদ মিয়া, মিজানুর রহমান, সিলেটের সৈয়দ ফয়সাল আহমেদ ও নেত্রকোনার চৌধুরী ইউএ ইউশা ওসমানীর মরদেহ।
তুরস্কস্থ বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২৫ ডিসেম্বর ভান হ্রদে নৌকাডুবির ঘটনায় ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়। দুর্ঘটনাস্থল তুরস্কের রাজধানী আঙ্করা থেকে প্রায় দেড়হাজার কিলোমিটার দূরে অবস্থিত। নৌকাডুবির ঘটনায় নিহতদের মধ্যে ৪জন বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় উদ্ধারকৃত অপর ১১ বাংলাদেশি নাগরিককে তুরস্কের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে। সম্পাদনা:জেরিন