শিরোনাম
◈ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা ◈ শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড ◈ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ◈ স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়াবে? ◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপুল সংখ্যক ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

সুজন কৈরী : রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকা থেকে ১৩৩ বোতল ফেন্সিডিলসহ মো. দৌলত শেখ (৩৪) নামের মাদক ব্যবসায়ী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৮।

বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে গোয়ালন্দঘাটের কছিম উদ্দিন শেখের পাড়ার মৃত চান্দু শেখের বসতবাড়ী থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৮, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, গোপন তথ্যে ওই বসতবাড়ীতে অভিযানটি চালানো হয়। এ সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশী করে সেখান থেকে ১৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় দৌলত শেখকে। ফেন্সিডিল ছাড়াও তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ৬ টি সিমকার্ডসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক যুবক জানিয়েছেন, ফেন্সিডিলগুলো বিক্রির উদ্দেশ্যে তার কাছে রেখেছিলেন। দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল কেনার পর তা দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারী বিক্রি করেন।

র‌্যাব- ৮ এ কর্মকর্তা জানান, উদ্ধার ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ আটক যুবকের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে চক্রের অন্যদের আটকের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়