শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০৩:১০ রাত
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি জানি না, হিন্দুত্ববাদে ঠিক কোথায় লেখা আছে বিধর্মীদের জোর করে ‘জয় শ্রী রাম’ বলালে পুণ্য হয়?

অমিত দিত্তু : বছর পঁচিশের সদ্য বিবাহিত তবরেজ আনসারী পুণেতে কাজ করতো। ঈদের ছুটিতে জামশেদপুরে নিজের বাড়িতে এসেছিলো বউ এবং পরিবারের সঙ্গে আনন্দ করে কিছুটা সময় কাটাতে। ২৪ জুন তাকে এবং তার আরো দুই বন্ধুকে বাইক চোর সন্দেহ করে ঘিরে ফেলে তার বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে, একটি অন্য গ্রামের মানুষরা। বাকি দুজন পালিয়ে গেলেও তবরেজকে ধরে ফেলে তারা। একটা সিমেন্টের পোলের সঙ্গে বেঁধে ফেলা হয় তাকে। তারপর শুরু হয় প্রশ্ন করা... নাম কি? সোনু, ভালো নাম কি? তবরেজ আনসারী... ব্যাস শুরু হয়ে যায় কাঠের ডা-া দিয়ে বেধড়ক মারধর। যন্ত্রণায় কাতর হয়ে প্রাণ ভিক্ষা চাইতে শুরু করেন তবরেজ। কিন্তু না। কোনো রেহাই তাকে দেয়া হয়নি। সারাদিন, সারারাত তাকে পিটিয়ে গেছে গ্রামের লোক। ‘জয় শ্রী রাম’ ‘জয় হনুমান’ বলতে বলা হয়েছে। সে বলেছে।

তার পিঠে কাঠের লাঠি ভাঙতে ভাঙতে বলা হয়েছে, ‘আরো জোরে বল’। সে যন্ত্রণায় ভেঙে পড়তে পড়তে আরো জোরে তারস্বরে বলেছে ‘জয় শ্রী রাম...’ ভোরের দিকে লুটিয়ে পড়ে তবরেজ। গ্রামের লোকেরা বিপদ বুঝে তাকে পুলিশ স্টেশনে পৌঁছে দিয়ে জানায়, বাইক থেকে পড়ে গিয়ে চোট পেয়েছে সে। পুলিশ কাস্টিডিতে শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যায় তার। ...হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আমি জানি না শ্রী রামের কাছে তার গলার আওয়াজ পৌঁছেছিলো কিনা! আমি জানি না শ্রী রাম ঠিক কতোটা মুগ্ধ হন যখন একটা মুসলিম গলায় তার নাম ভেসে যায় বাতাসে! আমি জানি না হিন্দুত্ববাদে ঠিক কোথায় লেখা আছে বিধর্মীদের জোর করে ‘জয় শ্রী রাম’ বলালে পুণ্য হয়! আমি শুধু জানি এই হিংসা দেশ ছাড়াবে। আজ আমাদের দেশে মুসলিম সংখ্যালঘু, তাই এই অত্যাচার।

কাল অন্য যেসব মুসলিম দেশে হিন্দুরা সংখ্যালঘু, সেখানে কিছু হিন্দুকে ঠিক একইভাবে মেরে ফেলা হবে। আবার কোনো মুসলিম জঙ্গি সংগঠন তাদের ‘কওম’কে ‘আওয়াম’কে রক্ষা করতে হামলা করবে আপনার আমার বাড়িতে। আমি মরবো, মরবে তবরেজ আনসারী। আমার দেহ নিয়ে দৌড়াবে একটা লাশগাড়ি নিমতলার দিকে। ধূপের গন্ধ, রাস্তাজুড়ে খই আর হরির নাম ছড়িয়ে দেবে আমার হিন্দু আত্মীয়রা। রাস্তায় মুসলমান তবরেজ ভাইয়ের জানাজার সঙ্গে দেখা হয়ে যাবে আমার লাশগাড়ির। তখন একে অপরের দিকে তাকিয়ে আমার আর তবরেজ ভাইয়ের আত্মীয়রা বুঝবে, চোখের জলের শালা কোনো ধর্ম হয় না... ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়