শিরোনাম
◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু ◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ◈ ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা, অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৪:৩২ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলতে প্রস্তুত লিটন

নিজস্ব প্রতিবেদক : আয়ারল্যান্ডে সৌম্যের অসাধারণ ইনিংসের পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইন্ডিয়ার সাথে লিটনের নৈপূণ্য বাংলাদেশের টপ অর্ডারকে মজবুত হিসেবে প্রমাণ করেছে। কিন্তু তামিমের সঙ্গী হবেন মাত্র একজনই। আর এ নিয়ে মধুর সমস্যায় পড়তে পারে নির্বাচকরা। যদিও লিটন দলের জন্য সব করতে রাজি বলে সম্মতি দিয়েছেন।

লিটন জানালেন, এসব নিয়ে মোটেও ভাবছেন না তিনি। বরং দলের প্রয়োজনে যেকোনো কিছু করতে রাজি তিনি। প্রয়োজনে ব্যাটিং অর্ডারের অন্য কোনো জায়গায়ও ব্যাট করতে অসম্মতি নেই তার। তিনি বলেন, ‘দলের জন্য যে কোনো কিছুই করতে পারি। টিম ম্যানেজমেন্ট যে দায়িত্বটা দেবে তা পালন করতে চেষ্টা করব। সুযোগ পেলে তো অবশ্যই চেষ্টা করব ভালো খেলার। সুযোগের অপেক্ষায় থাকব।’

লিটন মনে করেন, বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ বেশ ফলপ্রসূ হয়েছে বাংলাদেশের জন্য। তিনি বলেন, ‘ত্রিদেশীয় সিরিজ খেললাম, যেটা আমাদের এগিয়ে দিয়েছে। বাংলাদেশে খেললে এই অনুশীলনটা হতো না। আমার কাছে মনে হয় আয়ারল্যান্ডে খেলে আমাদের ভালো হয়েছে। তাছাড়া একটা অনুশীলন ম্যাচ খেলেছি ভারতের বিপক্ষে। আমি মনে করি, বাংলাদেশের প্রস্তুতি সব মিলিয়ে ভালো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়