শিরোনাম
◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৪:০৫ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোস্তাফিজের ডট বলের কারণে ঘুমাতে পারেননি শঙ্কর

স্পোর্টস ডেস্ক : গত বছর নিতাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হয়ছিলো ভারত। সেই ম্যাচে মুস্তাফিজুর রহমানের ওভারে টানা চারটি ডট বল খেলেছিলেন ভারতের অলরাউন্ডার বিজয় শঙ্কর। ফাইনালে ভারত জিতলেও গুরুত্বপূর্ণ সময়ে খেলা ওই ডট বল গুলোর কারণে নাকি রাতে ঠিকমতো ঘুমাতেও পারেননি শঙ্কর।

স¤প্রতি এক আলোচনা অনুষ্ঠানে এমনটা জানান শঙ্কর। ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক পর্যায়ে ১৮ বলে ৩৫ রান লাগত ভারতের। তখন মুস্তাফিজের করা ওভারের প্রথম চার বলই ডট দেন শঙ্কর। এরপরে ওভারের পঞ্চম বলে একটি লেগ বাই নিয়ে প্রান্ত বদল করেন তিনি। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার শিকার হন শঙ্কর। তার ভাষায়, ‘নিদাহাস ট্রফির ফাইনালে আমি পর পর তিনটি (আসলে চারটি) বল মিস করি। আমরা ম্যাচ জিতেছি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যা হয়েছে, এরপর আমি প্রায় এক সপ্তাহর মত ঘুুমোতে পারি নি।’

শঙ্কর আরো বলেন, ‘এমন খুব কম হয়। আপনি অন্তত একটা বল ব্যাটের কোনায় লাগাবেন, সেটাও হয়নি আমার ক্ষেত্রে আমি তিন বলে একই শট খেলতে চেয়েছিলাম। যে কোনো ক্রিকেটারের জন্য খুবই বিরল ঘটনা।’

ম্যাচটিতে দীনেশ কার্তিকের ৮ বলে অপরাজিত ২৯ রানের ঐতিহাসিক ক্যামিওতে চার উইকেটে জিতে যায় ভারত, তারপরেও সেই ডট বল গুলোর কথা ভুলতে পারছেন না শঙ্কর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়