শাহনাজ বেগম : ভারতের জম্মু-কাশ্মীরের পুলওয়ামা শহরে জঙ্গি আস্তানায় তল্লাশির সময় পুলিশ ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে বন্দুকযুদ্ধে অন্য দুই সৈন্য ও একজন বেসামরিক আহত হয় বলে পুলিশ জানায়। এনডিটিভি
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ও স্পেশাল অপারেশনস বাহিনী বিচ্ছিন্নতাবাদীর আস্তানায় তল্লাশি চালানোর সময় দুই দলের মধ্যে গোলাগুলির সময় সামনে থাকা ওই সৈন্য নিহত হন। একটি বাড়িতে দুইজন বিচ্ছিন্নতাবাদী অবস্থানের খবর পেয়ে পুলিশ সেখানে তল্লাশি চালায়। ওই এলাকার ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে।