শিরোনাম
◈ আনিসুল, রুহুল আমিন ও চুন্নুকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি ◈ তরুণ ভোটারদের পছন্দের শীর্ষে বিএনপি: জরিপ ◈ খালেদা জিয়ার কন্ঠ নকল করে ২৬ কোটি টাকা হাতিয়েছে একটি চক্র (ভিডিও) ◈ জামায়াতসহ ইসলামপন্থি দলগুলো কি নির্বাচন প্রলম্বিত করতে চাইছে ◈ নেপালের বিরু‌দ্ধে দু‌টি আন্তর্জা‌তিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ চিঠিতে মূলত আমার যুক্তিগুলো তুলে ধরি, এটাকে অপব্যাখ্যা করা হয়েছে : ফয়েজ আহমদ তৈয়্যব ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ◈ রাজনৈতিক হস্তক্ষেপ কমলেই ব্যাংক খাতে তৈরি হওয়া ঝুঁকি কমবে: গভর্নর আহসান এইচ মনসুর ◈ এনসিপির নেতাকর্মীর জন্য আমরা সবাই জীবন দিতে প্রস্তুত: হাসনাত আব্দুল্লাহ ◈ প্রকল্প বাস্তবায়নে অনিয়ম: দুর্ভোগ কমানোর বদলে সৌন্দর্য বর্ধনে ব্যস্ত ঠাকুরগাঁও প্রশাসন

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ০৫:১১ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাইকোর্ট হাজির হয়েছেন জাহালম

মহসীন কবির: টাঙ্গাইলের পাটকল শ্রমিক জাহালম প্রশ্নে এবং ব্যাংকের ১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা সব মামলার (৩৩টি) নথিপত্র দাখিল করার নির্দেশ থাকলেও মাত্র একটি মামলার নথি দাখিল করেছে দুদক। বুধবার ১৭ এপ্রিল  সকালে হাইকের্টে হাজির হয়েছেন জাহালম।

এদিকে ১১ এপ্রিল জাহালম কেমন আছেন, এখন কী করছেন, তাঁর জীবন কিভাবে চলছে, তা জানার জন্য ওই দিন জাহালমকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে। জাহালমের মুখ থেকেই শুনতে চান আদালত, তিনি (জাহালম) কেমন আছেন? বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ নির্দেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার। অন্য পক্ষে ছিলেন অ্যাডভোকেট অমিত দাসগুপ্ত।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, ব্যাংকঋণ ও জাহালমকে কেন্দ্র করে সৃষ্ট ৩৩টি মামলার নথিপত্র হলফনামা আকারে গতকালের মধ্যে হাইকোর্টে দাখিলের জন্য দুদকের প্রতি নির্দেশ ছিল। কিন্তু গতকাল পর্যন্ত মাত্র একটি মামলার নথি দাখিল করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য মামলার নথিও দাখিল করা হবে।

“৩৩ মামলায় ‘ভুল’ আসামি জেলে” শিরোনামে জাহালমের প্রায় তিন বছর কারাগারে থাকার বিষয়টি নিয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাসগুপ্ত বিষয়টি আদালতের নজরে আনেন। আদালত কারাগারে থাকা জাহালমের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। এরই ধারাবাহিকতায় দুদক আদালতে প্রতিবেদন দাখিল করে। এই প্রতিবেদন অপূর্ণাঙ্গ হওয়ায় আদালত সব নথিপত্র চান। এ ছাড়া হাইকোর্টের নির্দেশে গত ৩ ফেব্রুয়ারি জাহালমকে কারামুক্তি দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়