শিরোনাম
◈ আনিসুল, রুহুল আমিন ও চুন্নুকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি ◈ তরুণ ভোটারদের পছন্দের শীর্ষে বিএনপি: জরিপ ◈ খালেদা জিয়ার কন্ঠ নকল করে ২৬ কোটি টাকা হাতিয়েছে একটি চক্র (ভিডিও) ◈ জামায়াতসহ ইসলামপন্থি দলগুলো কি নির্বাচন প্রলম্বিত করতে চাইছে ◈ নেপালের বিরু‌দ্ধে দু‌টি আন্তর্জা‌তিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ চিঠিতে মূলত আমার যুক্তিগুলো তুলে ধরি, এটাকে অপব্যাখ্যা করা হয়েছে : ফয়েজ আহমদ তৈয়্যব ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ◈ রাজনৈতিক হস্তক্ষেপ কমলেই ব্যাংক খাতে তৈরি হওয়া ঝুঁকি কমবে: গভর্নর আহসান এইচ মনসুর ◈ এনসিপির নেতাকর্মীর জন্য আমরা সবাই জীবন দিতে প্রস্তুত: হাসনাত আব্দুল্লাহ ◈ প্রকল্প বাস্তবায়নে অনিয়ম: দুর্ভোগ কমানোর বদলে সৌন্দর্য বর্ধনে ব্যস্ত ঠাকুরগাঁও প্রশাসন

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫, ০৮:৩৮ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপির নেতাকর্মীর জন্য আমরা সবাই জীবন দিতে প্রস্তুত: হাসনাত আব্দুল্লাহ

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীর জন্য আমরা সবাই জীবন দিতে প্রস্তুত। আপনারা সবাই নির্ভয়ে কাজ করুন। যদি কোনো ভয়-ভীতি দেখানো হয়, সেটি আমাদেরকে জানাবেন। শুধু ঢাকা থেকে আসতে গিয়ে সময় লাগে।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় পথসভা ও পদযাত্রায় হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের উদ্দেশ্য করে তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সহঅবস্থান নিশ্চিত করতে হবে। কোনো রাজনৈতিক দলের সাথে বিবাদসুলভ আচরণ করবেন না। আমরা শুনতে পাচ্ছি, ডিসি এবং এসপি অফিসগুলো অনেক বিশেষ রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে পরিণত হচ্ছে। ডিসি এবং এসপিদের কল্যাণের জন্য বলব, আপনারা বাংলাদেশপন্থী ও জনগণপন্থী হন। কারণ দিনশেষে ক্ষমতার উৎস হচ্ছে জনতা।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের যখন পতন শুরু হয়, তখন আপনাদের কেউ বাঁচাতে আসবে না। আপনারা বেনজির হইয়েন না, আপনারা ডিবি হারণ হইয়েন না। কেননা আবাবিল পাখির মত একজন হাসনাত অথবা একজন সারজীস আলম আবারো রাস্তায় নেমে আসবে।

বসুন্ধরা মিডিয়াকে নিয়ে দেওয়া হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে নিয়ে সম্প্রতি বেশ আলোচনা-সমালোচনা হয়। সে বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি ভয় পাই না। আমি বলব, আমি আবার বলব, আমি বলতেই থাকব - আপনারা বাংলাদেশপন্থী নন। আমি যদি দুর্নীতি করি, আমি যদি অন্যায় করি, আমার বিরুদ্ধে আপনারা কলম চালান। আপনার দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আপনার পক্ষে থাকবো।

বসুন্ধরা মিডিয়ার পক্ষে একদল সাংবাদিকদের বিবৃতিকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, একইভাবে ৩ই আগস্ট বসুন্ধরার মালিক বিবৃতি দিয়েছিল। এই বিবৃতি আমাদের জানা। গুম, হত্যা, অন্যায়ের পক্ষে গত ১৫ বছর আপনারা এভাবে বিবৃতি দিয়েছিলেন।

আয়োজিত এই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ন-সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ন-সদস্যসচিব মাহিন সরকার, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়