শিরোনাম
◈ যে ১০ তথ্য এআই চ্যাটবটকে কখনো দেবেন না ◈ চবি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ◈ রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিস্টরা নৈরাজ্য সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ◈ তিয়ানজিনে শি-মোদি বৈঠক: প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী অংশীদার চীন-ভারত ◈ নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি ◈ উপহার পাঠিয়ে খোঁজ নিলেন রুমিন ফারহানা, যা বললেন হাসনাত ◈ গাজার আকাশে ড্রোনের ভোঁ ভোঁ শব্দকে গান বানালেন সংগীতশিক্ষক, দুঃসহ যন্ত্রণাকে রূপ দিলেন প্রতিবাদের ভাষায় (ভিডিও) ◈ শান্তিপূর্ণ কর্মসূচি থেকে হঠাৎ আক্রমণাত্মক ছাত্রদল, রাকসু কার্যালয়ে ভাঙচুর, ফটকে তালা ◈ যে যে আয়ের কর দিতে হবে সরকারি–বেসরকারি চাকরিজীবীদের, দেখুন তালিকা

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫, ০১:৫০ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীকে শ্বাসরোধে খুন, প্রেমিকের সঙ্গে মিলেই হত্যার পরিকল্পনা করেছিলেন স্ত্রী

ভারতের মহারাষ্ট্রে নিজের স্বামীকে শ্বাসরোধ করে খুন করেছে এক নারী। এতে সহায়তা করেছে ওই নারীর প্রেমিক। হত্যার পর স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দিতে করেছে নাটক। তবে শেষরক্ষা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসতেই  বেরিয়ে আসে থলের বিড়াল। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, ১৩ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চন্দ্রসেন রামটেক (৩৮) ও দিশা রামটেক (৩০)। তাদের দুটি মেয়ে ও এক ছেলে। দুই বছর আগে প্যারালাইসিস হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন চন্দ্রসেন। এরপর সংসার চালানোর জন্য পানির বোতল বিক্রি শুরু করে দিশা।

এর আগে দিশার চরিত্র নিয়ে বেশ কয়েকবার সন্দেহ প্রকাশ করেছেন চন্দ্রসেনা। এতে তাদের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। দুই মাস আগে আসিফ ইসলাম আনসারি ওরফে রাজাবাবু টায়ারওয়ালার সঙ্গে পরিচয় হয় দিশার। যিনি পেশায় একজন মিস্ত্রী। কয়েক দিনের ব্যবধানে তাদের পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়। এরই মাঝে দিশার অবৈধ প্রেম সম্পর্কে জানতে পারেন তার স্বামী। ফলে দুজনের মধ্যে পারিবারিক কলহ বৃদ্ধি পেতে থাকে।

এর পরিপ্রেক্ষিতে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যার পরিকল্পনা করে দিশা। শুক্রবার চন্দ্রসেন যখন ঘুমে আচ্ছন্ন তখন প্রেমিক আসিফকে বাড়িতে আনে দিশা। সে চন্দ্রসেনকে চেপে ধরে এবং আসিফ চন্দ্রসেনের মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এর কয়েক ঘণ্টা পর চন্দ্রসেনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। শুরুতে চন্দ্রসেনের মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে চালানোর চেষ্টা করে দিশা। তবে ময়নাতদন্তের রিপোর্টে সত্য সামনে আসে। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে সত্য স্বীকার করে ওই নারী। ওই প্রেমিক আটক হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়