স্পোর্টস ডেস্ক : আগামী সেপ্টেম্বরে এই ম্যাচ দুটি দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হবে। সোমবার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য দিয়েছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথম ম্যাচটি হবে ৬ সেপ্টেম্বর। একই মাঠে তিনদিন পর দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দু’দল। অক্টোবরে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের আগে প্রস্তুতির অংশ হিসেবে ম্যাচ দুটি খেলবে দুই দল।
বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ‘সি’ গ্রুপে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গত মার্চে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার পর জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে যায় তারা। ৯ অক্টোবর ঢাকায় নিজেদের তৃতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে হামজা-জামালরা।
অন্যদিকে বাছাইপর্বে ‘এফ’ গ্রুপে থাকা নেপাল নিজেদের খেলা দুটি ম্যাচেই হেরেছে। ৯ অক্টোবর ভিয়েতনামের মুখোমুখি হবে তারা। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মালয়েশিয়া ও লাওস।