বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা চেয়েছিলেন, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত দর্শক তাঁকে ‘কাঁটা লাগা গার্ল’ নামেই চিনুক। শেফালির ইচ্ছে ছিল, আর কোনো ‘কাঁটা লাগা গার্ল’ যাতে তৈরি না হয়। তার জীবদ্দশায় তেমনটা হয়নি। আর শেফালির মৃত্যুর পরও আর সেই গান নতুন করে তৈরি হবে না বলে জানিয়েছেন গানটির আধুনিক সংস্করণের নির্মাতা বিনয় সাপ্রু ও রাধিকা রাও।
সম্প্রতি শেফালিও স্মরণসভায় গিয়ে বিনয় সাপ্রু স্পষ্ট জানালেন, এই গান আর তৈরি হবে না। শেফালির সম্মানে তারা এ গান আর বানাবেন না।
বিনয় সাপ্রুর এ বক্তব্য বেশ আলোচনায় উঠে আসে। অনেকেই বিষয়টির জন্য সাধুবাদ জানিয়েছেন তাকে।
খবরেও বিনয় ও রাধিকাকে গানটির ‘নির্মাতা’ হিসেবে উল্লেখ করা হয়। তবে ভারতীয় গায়িকা সোনা মহাপাত্র জানালেন প্রতিবাদ। বিনয় ও রাধিকাকে গানটির নির্মাতা মানতে নারাজ সোনা। দুজনকে একরকম কটাক্ষই করলেন এ গায়িকা।
তার মতে, গানটির আসল নির্মাতা অন্য তিনজন কিংবদন্তি।
সোনা বলেন, “কাঁটা লাগা গানটি তিন শিল্পীর সৃষ্টি। গীতিকার, সুরকার তথা গায়ক আরডি বর্মন, মজরুহ সুলতানপুরি ও লতা মঙ্গেশকর। শেফালির এই আকস্মিক প্রয়াণে প্রচার করে লোকজন যাদের ‘নির্মাতা’ বলে দাবি করছে, সেটা জোর করে করানো প্রচার ছাড়া কিছুই নয়।”
সোশ্যাল মিডিয়ায় সোনা তার পোস্টে ‘কাঁটা লাগা’ গানের দুই নির্মাতাদের সরাসরি কটাক্ষ করেন।
বিনয় সাপ্রু এবং রাধিকা রাওকে কটাক্ষ করে তিনি লেখেন, ‘এরা দুজন মিলে একটা ১৯ বছরের মেয়েকে (শেফালি জারিওয়ালা) দিয়ে নোংরা ভিডিও বানিয়েছিল। অবশ্যই এই চটুল গানের জন্য কিংবদন্তি শিল্পীদের থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত শেফালির জন্য সমবেদনা! সেইসব ঠিক আছে, কিন্তু ঐতিহ্য বলেও তো একটা বিষয় আছে?’
সদ্যপ্রয়াত শেফালির স্মরণসভায় যান গানটির নতুন সংস্করণের পরিচালক বিনয় সাপ্রু। ২০০২ সালে গানটি নতুন করে রিমিক্স করে তৈরি করেন বিনয় আর রাধিকা রাও। যে গান বদলে দিয়েছে শেফালির জীবন। শেফালির স্মরণসভা শেষে ফিরে এসে বিনয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেন, আর কোনোদিনও এই গানের পুনর্নির্মাণ হবে না। তিনি লেখেন, ‘তুমি (শেফালি) সব সময় কাঁটা লাগা গার্ল হয়ে থাকতে চেয়েছিলে। সেই জন্য এই গানটা নিয়ে আর কিছু করিনি। আবারও কথা দিলাম, কোনওদিনও এই গানটা নিয়ে কাজ করব না। তুমিই থাকবে একমাত্র কাঁটা লাগা গার্ল।’