শিরোনাম
◈ আনিসুল, রুহুল আমিন ও চুন্নুকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি ◈ তরুণ ভোটারদের পছন্দের শীর্ষে বিএনপি: জরিপ ◈ খালেদা জিয়ার কন্ঠ নকল করে ২৬ কোটি টাকা হাতিয়েছে একটি চক্র (ভিডিও) ◈ জামায়াতসহ ইসলামপন্থি দলগুলো কি নির্বাচন প্রলম্বিত করতে চাইছে ◈ নেপালের বিরু‌দ্ধে দু‌টি আন্তর্জা‌তিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ চিঠিতে মূলত আমার যুক্তিগুলো তুলে ধরি, এটাকে অপব্যাখ্যা করা হয়েছে : ফয়েজ আহমদ তৈয়্যব ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ◈ রাজনৈতিক হস্তক্ষেপ কমলেই ব্যাংক খাতে তৈরি হওয়া ঝুঁকি কমবে: গভর্নর আহসান এইচ মনসুর ◈ এনসিপির নেতাকর্মীর জন্য আমরা সবাই জীবন দিতে প্রস্তুত: হাসনাত আব্দুল্লাহ ◈ প্রকল্প বাস্তবায়নে অনিয়ম: দুর্ভোগ কমানোর বদলে সৌন্দর্য বর্ধনে ব্যস্ত ঠাকুরগাঁও প্রশাসন

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫, ০৮:৪০ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বরেন্দ্র প্রকল্পের কর্মচারীর বাড়িতে হামলা

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া কাদের মন্ডলের মোড় এলাকায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা মেসবাউল হক। বর্তমানে তিনি পঞ্চগড়ে কর্মরত। এর পূর্বের তিনি রাজশাহী বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্মচারী ইউনিয়ন করতেন।

গত ৬ জুন দুপুর ৩টার দিকে তার বসতবাড়িতে এই হামলা চালায় একদল অপরাধী চক্র। ভুক্তভোগীর স্ত্রী নাসিমা বেগম রাজপাড়া থানায় দায়ের করা অভিযোগে জানান, ওইদিন প্রতিবেশী মোঃ ইব্রাহিম (৩০), মোঃ ইউসুফ আলী (৩২), ঈমাম আলী (৪০) সহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন ব্যক্তি তাদের বাড়িতে জোরপূর্বক অনধিকার প্রবেশ করে। তারা পরিবারটির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গালিগালাজ শুরু করে ও জানালার থাই দরজাসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।

নাসিমা বেগম আরও জানান, তারা বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা আরও উত্তেজিত হয়ে ওঠে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরিস্থিতি বেগতিক দেখে তারা প্রাণ রক্ষার্থে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা ফের ভয়ভীতি প্রদর্শন করে এবং বড় ধরনের ক্ষতির হুমকি দেয়।

এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানান, “ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়