ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া কাদের মন্ডলের মোড় এলাকায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা মেসবাউল হক। বর্তমানে তিনি পঞ্চগড়ে কর্মরত। এর পূর্বের তিনি রাজশাহী বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্মচারী ইউনিয়ন করতেন।
গত ৬ জুন দুপুর ৩টার দিকে তার বসতবাড়িতে এই হামলা চালায় একদল অপরাধী চক্র। ভুক্তভোগীর স্ত্রী নাসিমা বেগম রাজপাড়া থানায় দায়ের করা অভিযোগে জানান, ওইদিন প্রতিবেশী মোঃ ইব্রাহিম (৩০), মোঃ ইউসুফ আলী (৩২), ঈমাম আলী (৪০) সহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন ব্যক্তি তাদের বাড়িতে জোরপূর্বক অনধিকার প্রবেশ করে। তারা পরিবারটির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গালিগালাজ শুরু করে ও জানালার থাই দরজাসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।
নাসিমা বেগম আরও জানান, তারা বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা আরও উত্তেজিত হয়ে ওঠে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরিস্থিতি বেগতিক দেখে তারা প্রাণ রক্ষার্থে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা ফের ভয়ভীতি প্রদর্শন করে এবং বড় ধরনের ক্ষতির হুমকি দেয়।
এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানান, “ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”